সাকারা মিশরের একটি বিশাল কবরস্থল, যা প্রাচীন মিশরের মেমফিস শহরের সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হত। মিশরের পর্যটন ও প্রত্নসামগ্রী মন্ত্রক জানিয়েছে, সাকারার পুরাতাত্ত্বিক এলাকায় কবরস্থলে সমাধি থেকে ৫৯ টি কাঠের কফিন উদ্ধার করা হয়। কাঠের ওই কফিনগুলি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে এবং সেগুলির ভেতরে রয়েছে প্রাচীন মিশরীয় পুরোহিত, সম্প্রদায়ের মর্যাদাপূর্ণ সদস্য ও অন্যান্য প্রবীণ ব্যক্তিদের মরদেহ রয়েছে।
শনিবার এমনই একটি কফিন সবার সামনে খোলা হয়। প্রায় আড়াই হাজার বছর আগে বন্ধ হয়েছিল ওই কফিনের ডালা। শনিবার সেই কফিন খোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কফিনের ভেতরে দেখা গিয়েছে মমি। সুসজ্জিত সমাধিবস্ত্রে আচ্ছাদিত আড়াই হাজার বছর আগে নিহত প্রাচীন মিশরের এক সম্ভ্রান্তের দেহ।
মিশরে নিযুক্ত নিউজিল্যান্ডের দূত গ্রেগ লিউসও কফিন খোলার একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন।
সাকারায় উদ্ধার কফিনগুলি গিজার গ্র্যান্ড ইজিপশিয়ান মিশজিয়ামে প্রদর্শনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।