Elon Musk Twitter Deal: পরাগের কোর্টে বল ঠেললেন মাস্ক, শর্তপূরণ না হলে কিনবেন না টুইটার, ঘোষণা সর্বসমক্ষে

Elon Musk: মাস্কের দাবি, মোট টুইটার গ্রাহকের কমপক্ষে ২০ শতাংশই ভুয়ো অ্যাকাউন্ট।

Continues below advertisement

নয়াদিল্লি: কোথাও যে গোল পেকেছে, বোঝা যাচ্ছিল কয়েক দিন ধরেই। এ বার নিজেই জল্পনার অবসান ঘটালেন টেসলাকর্তা ইলন মাস্ক (Elon Musk)। জানিয়ে দিলেন, টুইটার সিইও, ভারতীয় পরাগ আগরওয়াল (Parag Agarwal) যত ক্ষণ পর্যন্ত তাঁর শর্ত পূরণ না করছেন, তত ক্ষণ পর্যন্ত টুইটার চুক্তি নিয়ে এগোবেন না তিনি। কী সেই শর্ত? মাস্ক জানিয়েচেন, পরাগ দাবি করেছিলেন টুইটারে ৫ শতাংশের বেশি ভুয়ো অ্যাকাউন্ট নেই (Spam AccountFake Account)। সত্যিই যে তার বেশি ভুয়ো অ্য়াকাউন্ট নেই, হাতেকলমে তার প্রমাণ দিতে হবে পরাগকে। তবেই চুক্তি নিয়ে এগোবেন তিনি (Elon Musk Twitter Deal)।

Continues below advertisement

টুইটার চুক্তি নিয়ে নতুন শর্ত মাস্কের

টুইটারের মালিকানা হাতে পেলে সবার আগে বটস অর্থাৎ স্বয়ংক্রিয় ভেকধারী অ্যাকাউন্ট ছাঁটতে নামবেন বলে গোড়াতেই জানিয়ে রেখেছিলেন মাস্ক। সম্প্রতি তা নিয়ে প্রকাশ্যে টুইটারের সঙ্গে বিবাদে জড়ান তিনি। টুইটারে ঠিক কত সংখ্যক বটস এবং ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে, তার পরিসংখ্যান প্রকাশের দাবি জানান। সোমবার মায়ামিততে প্রযুক্তি সম্মেলনে মাস্ক নিজের তরফেই একটি পরিসংখ্যান প্রকাশ করেন। জানান, মোট টুইটার গ্রাহকের কমপক্ষে ২০ শতাংশই ভুয়ো অ্যাকাউন্ট। সংখ্যাটা ৯০ শতাংশ হলেও অবাক হবেন না বলে মন্তব্য করেন।

টুইটার কর্তৃপক্ষ রা কাড়ছেন না

শুধু তাই নয়, মায়ামিতে মাস্ক আরও বলেন, ‘‘আমি জানতে পেরেছি।, বটসের আসল সংখ্যা জানার কোনও উপায়ই নেই।  মানব আত্মার মতোই  বিষয়টি দুর্বোধ্য বলে জানান তিনি।’’ মাস্কের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও, এর আগে টুইটার জানিয়েছিল, তাদের মোট গ্রাহকসংখ্যার ৫ শতাংশ স্প্যাম অ্যাকাউন্ট। তাই নিজের তরফে দাম দেওয়ার পরও বার বার বটস এবং ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে টুইটারকে খোঁচানোয় মাস্কের অভিসন্ধি নিয়ে প্রশ্ন উঠছিল। আদৌ তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলার খরচ করে টুইটার কিনবেন কিনা, সন্দেহ প্রকাশ করছিলেন অনেকেই। এ বার মাস্ক নিজেই জানিয়ে দিলেন, তাঁর শর্ত পূরণ না হলে, টুইটার কেনার চুক্তি নিয়ে এগনোর প্রশ্ন ওঠে না। 

আরও পড়ুন: LIC Share Listing: শুরুতেই দুর্বল এলআইসির শেয়ার, লিস্টিংয়ে লাভ পেলেন না বিনিয়োগকারীরা

Continues below advertisement
Sponsored Links by Taboola