মস্কো: বিদ্রোহের রাস্তা থেকে কি সরে আসছে ওয়াগনর বাহিনী?


শনিবার রাতের দিকের খবর, চরমপন্থা থেকে সরে আসতে পারে ওয়াগনর বাহিনী। যা কিছুটা স্বস্তি দেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।


সূত্রের খবর, বিদ্রোহের রাস্তা থেকে পিছু হটল ওয়াগনর বাহিনী। মস্কোর দিকে এগিয়েও পিছু হটল ধনকুবের প্রিগোজিনের ২০ হাজার ভাড়াটে সৈন্য। আর রাশিয়ার কারও রক্তপাত চাই না, বার্তা ধনকুবের হোটেল ব্যবসায়ী প্রিগোজিনের। আগেই ইউক্রেন-সীমান্তবর্তী একাধিক শহরে ঢুকে পড়ে ওয়াগনর বাহিনী। পাল্টা প্রতিরোধ করে পুতিন বাহিনী। প্রতিরোধ উড়িয়ে মস্কোর দিকে এগোতে থাকে প্রিগোজিনের সৈন্য দল।


 






তার মধ্যেই পিছু হটল ওয়াগনর বাহিনী। বাঙ্কারে ফিরল প্রিগোজিনের ভাড়াটে সেনা। ওয়াগনর বাহিনী পিছু হঠলেও প্রস্তুত রুশ সেনা।


রাশিয়ায় তৈরি হয়েছিল গৃহযুদ্ধের পরিস্থিতি। এতদিন যে ভাড়াটে গোষ্ঠী ভ্লাদিমির পুতিনের হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে লড়াই করত, সেই ওয়াগনর গোষ্ঠীই ক্রেমলিন দখলের হুঁশিয়ারি দিয়েছিল। এই গোষ্ঠীই ইউক্রেনে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরিস্থিতি বেগতিক হওয়ায় ইতিমধ্যে ওয়াগনর গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনদের শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছিল ক্রেমলিন। সূত্রের খবর, এ ব্যাপারে মধ্যস্থতা করছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।


ওয়াগনর গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, রক্তপাত রুখতে মস্কো যাত্রা রুখে দেওয়া হয়েছে। তাঁরা ফিরে যাচ্ছেন ক্যাম্পে। সূত্রের খবর অনুযায়ী, মস্কোয় পৌঁছে গিয়েছিল ওয়াগনর গোষ্ঠীর প্রথম ইউনিট। রাশিয়ায় কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন যে, অধিকাংশ জায়গা থেকে বাহিনী সরিয়ে মস্কোয় পাঠানো হয়েছিল। তবে আপাতত সন্ধির পথে হাঁটতে পারে ওয়াগনর বাহিনী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ABP Exclusive: IPL পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দল! সরফরাজ না অমল মুজুমদার হয়ে যায়, বলছেন উদ্বিগ্ন বাবা