ওয়াশিংটন: আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তিবিদ ৩২ বছরের রঘুনন্দন ইয়ান্দামুরির দন্ডাদেশ কার্যকর করার সময় পিছিয়ে যেতে পারে। তার দণ্ডাদেশ কার্যকরের দিন ঠিক হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি। কিন্তু ২০১৫-য় পেনিসিলভিনিয়ার গভর্নরের মৃত্যুদণ্ডের ক্ষেত্রে নিষেধাজ্ঞাপ পরিপ্রেক্ষিতে রঘুনন্দনের সাজা কার্যকর করার দিন পিছিয়ে যেতে পারে।
২০১২-র অক্টোবরে ৬১ বছরের ভারতীয় মহিলা সত্যবতী বীনা ও তাঁর ১০ মাসের নাতনি সানভিকে অপহরণ করে খুনের দায়ে রঘুনন্দনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্যই সে ওই ছক কষেছিল।
পেনিসিলভিনিয়া কারা বিভাগের কমিউনিকেশনের ডিরেক্টর সিউ ম্যাকনটন বলেছেন, দণ্ডাদেশ কার্যকর হওযার সম্ভাবনা ক্ষীণ।
গত সপ্তাহেই কারা বিভাগ রঘুনন্দনের দণ্ডাদেশ কার্যকরের নির্দেশ জারি করেছিল। তাতে জানানো হয়েছিল যে, আগামী ২৩ ফেব্রুয়ারি বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োদ করে দণ্ডাদেশ কার্যকর করা হবে।
ম্যাকনটন বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রঘুনন্দন ওই নির্দেশের কথা জানে। সে দিন নির্দেশিকা জারি হয় সেই দিনই তার সেলের দরজার সামনে নথিপত্র পড়ে তাকে শোনানো হয়।
অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রঘুনন্দন আমেরিকায় এসেছিল এইচ ১বি ভিসা নিয়ে। মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণার পর রঘুনন্দন দণ্ডাদেশ মকুবের আর্জি জানায়। কিন্তু তার আর্জি নাকচ হয়ে যায়।
পেনিসিলভিনিয়া সরকারের আধিকারিকরা মনে করছেন, রঘুনন্দনের দণ্ডাদেশ কার্যকর দীর্ঘদিনের জন্য পিছিয়ে যেতে পারে। কেননা, মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা কবে উঠবে, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণাই নেই কারুর। গত ২০ বছরে এই পেনিসিলভিনিয়ায় কোনও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।
আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত রঘুনন্দনের মৃত্যুদণ্ড কার্যকর পিছিয়ে যেতে পারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2018 05:01 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -