নয়াদিল্লি: ফেসবুক চেয়ারম্যানের পদ থেকে মার্ক জুকেরবার্গের ইস্তফার দাবি উঠল সংস্থার অন্দরেই। এর অন্যতম কারণ হল-- সম্প্রতি রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ রাজনৈতিক পরামর্শ ও জনসংযোগকারী সংস্থাকে নিয়োগ করেছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা। মার্কিন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই চারদিকে হইচই পড়ে যায়। এরপরই, সংস্থার লগ্নিকারীরা জুকেরবার্গের ওপর চাপসৃষ্টি করতে শুরু করেছে বলে খবর। খবরে প্রকাশ, ফেসবুকের অন্যতম বৃহৎ সত্ত্বাধিকারী ইয়োনাস ক্রোন সংস্থার চেয়ারম্যান ও সিইও মার্ক জুকেরবার্গকে সরাসরি বলেছেন, পদত্যাগ করতে। ওই রিপোর্টে বলা হয়েছে, ফেসবুক এমন আচরণ করছে যেন তারা বিশেষ কিছু। কিন্তু, তা আদতে তা নয়। এটা একটা সংস্থা। আর বাকি সব সংস্থার যেমন পৃথক চেয়ারম্যান ও সিইও থাকে, ফেসবুকেরও তেমনটাই হওয়া উচিত। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ডিফাইনার্স পাবলিক অ্যাফেসার্স নামক এই সংস্থার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, তারা প্রতিদ্বন্দ্বী সংস্থার ‘অন্ধকার দিকগুলি’ খুঁড়ে তোলে। যদিও, জুকেরবার্গ জানিয়েছেন, ডিফাইনার্সকে নিয়োগ করার আগে তাদের বিষয়ে এই তথ্য তাঁর জানা ছিল না।
ফেসবুক চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান জুকেরবার্গ, দাবি তুলল সংস্থার লগ্নিকারীরাই
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2018 02:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -