লন্ডনের ক্যামডেন লক মার্কেটে আগুন, হতাহতের খবর নেই
Web Desk, ABP Ananda | 10 Jul 2017 09:24 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: ফের লন্ডনে আগুন-আতঙ্ক। আজ ভোররাতে ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় বাড়িটির দোতলা, তিনতলা, চারতলা ও ছাদ। কাছেই নাইটক্লাব, বেশ কয়েকটি রেস্তোরাঁ ও খাবারের দোকান থাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে কোনও হতাহতের খবর নেই। এর আগে গত ১৩ জুন পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টারের লাটিমের রোডে ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। জখম হন অন্তত ৫০ জন। ফের অগ্নিকাণ্ডে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।