কানাডায় পুলিশকর্মীকে ছুরি, ট্রাক নিয়ে ভিড়ের মধ্যে হামলা, গ্রেফতার আইএস জঙ্গি
Web Desk, ABP Ananda | 01 Oct 2017 06:49 PM (IST)
মন্ট্রিল: কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহরে আইএস-এর হামলা। ট্রাক নিয়ে পথচারীদের পিষে মারার চেষ্টা করে সন্দেহভাজন জঙ্গি। জখম হন চারজন। এই জঙ্গি এক পুলিশকর্মীকে ছুরি মেরে আহত করেন। তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এডমন্টনে একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে এসেছিলেন বহু মানুষ। স্টেডিয়ামের বাইরে সেই ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে ঢুকে পড়ে আততায়ী। সেই ট্রাকে লাগানো ছিল আইএস-এর পতাকা। এরপর পুলিশের একটি ভ্যানে ধাক্কা মারে সেই ট্রাক। গুরুতর জখম হন এক পুলিশকর্মী। এরপর ট্রাক থেকে নেমে ওই পুলিশকর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা করে সন্দেহভাজন জঙ্গি। তারপর পালিয়ে যায় সে। এডমন্টন শহরের পুলিশ বিভাগের প্রধান রড নেশট জানিয়েছেন, এই ঘটনাকে জঙ্গি হামলা হিসেবেই দেখা হচ্ছে। ধৃত জঙ্গির সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।