ঢাকা: পুলিশি অভিযান চলাকালীন এক দমকল কর্মীকে ছুরির আঘাতে খুন করে আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিল পাঁচ জন জঙ্গি। তাদের হামলায় দু জন পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনাটি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বেনীপুর গ্রামের। পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিরা একই পরিবারের সদস্য।


গোদাগাড়ির পুলিশ আধিকারিক হিফজুল আলম মুন্সি জানিয়েছেন, গতকাল রাত থেকেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। আজ সকাল আটটা নাগাদ পুলিশ বাড়ি ঘিরে ফেলতেই ওই পাঁচ জঙ্গি বেরিয়ে এসে বিস্ফোরণ ঘটায়। এখনও ওই বাড়ির ভিতরে এক জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করছে পুলিশ। ওই বাড়ি থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে। এক মহিলা আত্মসমর্পণ করেছেন। জেরায় জানা গিয়েছে, তিনি ওই বাড়ির মালিকের বড় মেয়ে। উদ্ধার হওয়া দুটি শিশুই তাঁর।

ঢাকায় একটি ক্যাফেতে হামলার পর থেকেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। এ বছরের মার্চে অন্তত ১৭ জন জঙ্গিকে খতম করা হয়েছে। ৩১ মার্চ পুলিশি অভিযানের মুখে গ্রেনেড বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় এরপর গত রবিবারও দুই জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।