ওয়াশিংটন: ২০১১-র ২ মে ওসামা বিন লাদেনকে খতম করেছিল মার্কিন বিশেষ বাহিনী। তার পঞ্চম বর্ষপূর্তি মাথায় রেখে এবার ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর বাগদাদিকে টার্গেট করার ইঙ্গিত দিলেন সিআইএ প্রধান জন ব্রেন্নান।
৫ বছর আগে লাদেন নিধন অভিযান পর্বে পরপর ঘটে যাওয়া ঘটনাগুলি এদিন লাইভ ট্যুইট করে সিআইএ। সিআইএ ডিরেক্টর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আল কায়েদার একটা বড় অংশকে ধ্বংস করে দিয়েছি। তবে ওদের সম্পূর্ণ নিকেশ করা যায়নি। তাই ওদের নজরে রাখতে হবে আমাদের। এনবিসি-র মিট দ্য প্রেস টক শো-তে তিনি এও বলেন, এখন নতুন মাথাচাড়া দিয়েছে আইএস। আগামী বছরগুলিতে ওরা আমাদের চ্যালেঞ্জে ফেলে দেবে।
তাহলে আইএস নেতা বাগদাদিকে সরিয়ে দেওয়া কি লাদেনকে হাতে পাওয়ার মতোই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন করা হলে সরাসরি জবাব দিয়ে তিনি বলেন, ও গুরুত্বপূর্ণ। আমরা আইএসআইএল-কে গুঁড়িয়ে দেব। কোনও সন্দেহ নেই এ ব্যাপারে। ওদের নেতৃত্বকে খতম করতে হবে। নেতাগুলোই সংগঠনকে নানা বীভত্স হামলার নির্দেশ দেয়। যদি বাগদাদিকে নিকেশ করতে পারি, তবে ওদের সংগঠনে তার বড় প্রভাব পড়বে। সেটা ওরাই টের পাবে। কিন্তু আইএস নিছক একটি বাহিনী নয়, একটা প্রবণতা, লক্ষণ। শুধু সিরিয়া, ইরাক নয়, ওদের দেখা যাচ্ছে লিবিয়া, নাইজিরিয়া, অন্যত্রও। ওই বাহিনীর সব অংশকে ধ্বংস করে দেওয়ার ওপর আমাদের গুরুত্ব দিয়ে যেতে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লাদেন-হত্যার পঞ্চম বর্ষপূর্তিতে আইএস প্রধান বাগদাদিকে নিশানা সিআইএ-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2016 12:42 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -