লন্ডন: এমিলি ডায়প্রে, প্রাক্তন ডান্সার। নিজের দেহের ওজন নিয়ে এতটাই চিন্তিত ছিলেন, যে তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। তাঁর দেহের ওজন বেশি। সেই নিয়ে সর্বক্ষণ চিন্তা করতেন এমিলি, আর সেই থেকেই রোগের সূত্রপাত। কিন্তু সেই শরীর নিয়েই তিনি মিস ব্রিটিশ বিউটি কার্ভ ২০১৭ জিতে সারা দুনিয়াকে দেখিয়ে দিলেন, মোটাদের নিয়ে কটাক্ষ করার কিছু নেই।
২৪ বছরের এমিলি একটি নাচের স্কুলে নাচ শিখতেন। কিন্তু সেখানে তাঁকে প্রতিমুহূর্তে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হত, তাঁর দেহের ওজনের জন্যে। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে এমিলি সামাজিক জীবন থেকে নিজেকে সরিয়ে নেন। কিন্তু তারপর আত্মবিশ্বাস এনে নিজের কার্ভি শরীরের গঠন নিয়েই নতুন করে পথ চলা শুরু করেন।
সেই নতুন পথ চলার অঙ্গ হিসেবেই তিনি মিস ব্রিটিশ বিউটির শিরোপা জেতেন। চার রাউন্ডে পাস করে তবে জয়ের শিরোপা পেয়েছেন এমিলি। চার রাউন্ডে ডিরেক্টর এবং প্রাক্তন জয়ীদের সঙ্গেও তাঁর একাধিক সাক্ষাত্কার হয়েছিল। এমিলির এই জয়, জীবনের মূলস্রোতে ফিরে এসে এভাবে নিজেকে প্রমাণ করা, সত্যিই অন্য মোটা মেয়েদের কাছে শিক্ষনীয়। এমিলি প্রত্যেক মানুষকে একটাই কথা বলতে চেয়েছেন, আপনার চেহারা যেমনই হোক, তার গঠন যেমনই হোক, সেই নিয়ে কখনও লজ্জিত হওয়া উচিত্ নয় কারও।
আপনি কি মোটা? চিন্তা নেই বেশি ওজন নিয়েই মিস ব্রিটিশ বিউটি কার্ভ ২০১৭ হলেন এই তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2017 03:53 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -