ফ্রান্সের নিসে জঙ্গি হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই হামলাকে কড়া ভাষায় নিন্দা করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, ফ্রান্সের প্রতি সমবেদনা জানিয়ে, সারা বিশ্বের কাছে আর্জি রেখেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই শুরু করতে। এই হামলাকে কড়া ভাষায় নিন্দা করে ডোনাল্ড টাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন
ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন নেতারা উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নিস হামলায় আক্রান্তদের উদ্দেশ্যে।
প্রসঙ্গত, ‘বাস্তিল ডে’ উপলক্ষে এ দিন বাজির প্রদর্শনী দেখতে নিসের সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। প্রদর্শনী শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময়েই ভিড়ের মধ্যে একটি সাদা রঙের ট্রাক ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, ট্রাকে শুধুমাত্র চালকই ছিল। প্রথমে ট্রাক থেকে গুলি ছোড়া শুরু হয়। এর পরে ভিড়ের মধ্যে দিয়েই চালিয়ে দেওয়া হয় ট্রাক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বেশ কয়েক জনের প্রাণ যায়। ভিড়ের উপর প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন মানুষজন। তার চাকার তলায় পিষ্ট হয়ে মারা যান অনেকে। অনেকের দেহ টানতে টানতে অনেকটা দূরে নিয়ে যায় ট্রাকটি। এ ভাবে মানুষজনকে টেনেহিঁচড়ে প্রায় দু’কিলোমিটার নিয়ে যাওয়া হয়। তাতেও অনেকের মৃত্যু হয়েছে।
নিস-এর হামলাকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন ওবামা। ফ্রান্সকে এই ঘটনার তদন্তে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ফ্রান্সের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ঘটনাকে বর্বর ও কাপুরুষোচিত বলে বর্ণনা করেছে রাষ্ট্রপুঞ্জ।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, নিরীহ মানুষের ওপর হামলার ঘটনায় তিনি মর্মাহত। এই হামলাকে নির্দয় হিংসার ঘটনা বলে বর্ণনা করে কড়া নিন্দা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।