বার্লিন : চেয়েছিলেন অন্তঃসত্ত্বা হতে । কিন্তু, সেই লক্ষ্যে যে পথ বাছলেন তা গণ্য হল বেআইনি হিসেবে। কন্ডোমে ছিদ্র করে রাখায় শেষমেশ পুরুষ সঙ্গীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বছর ৩৯-এর এক মহিলার বিরুদ্ধে। শুধু তাই নয়, এই অভিযোগ তাঁর ঠাঁইও হল জেলে !
ঘটনাটা কী ?
পশ্চিম বার্লিনের ঘটনা। ২০২১ সালে অনলাইনে পরিচয় হয় ওই মহিলার ও তাঁর পুরুষ বন্ধুর। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এরপর সঙ্গীর প্রতি অনুভূতি আরও জোরদার হয় ওই মহিলার। কিন্তু, ছেলেটি সম্পর্কটাকে সেভাবে নেননি। স্বাভাবিক সম্পর্ক রাখতে চান তিনি।
এই পরিস্থিতিতে ওই মহিলা একটি পরিকল্পনা করেন। তিনি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টা করেন। তাই সঙ্গীর কাছে থাকা কন্ডোম গোপনে ছিদ্র করে রাখেন। কিন্তু, তাঁর এই পরিকল্পনা সফল হয়নি।
অন্তঃসত্ত্বা না হতে পারায়, ওই মহিলা সঙ্গীর কাছে সত্য স্বীকার করে নেন। তিনি জানান, কীভাবে তাঁর কন্ডোমে ফুটো করে রেখেছিলেন এবং তিনি অন্তঃসত্ত্বা এনিয়ে মিথ্যা বলেছেন। উল্লেখ্য, যৌন সঙ্গমের সময় মাঝপথে কন্ডোম সরিয়ে নেওয়ার অভিযোগ এর আগে উঠেছে। মূলত, পুরুষদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। কিন্তু, এই প্রথম এই ধরনের অভিযোগে কোনও মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে।
সত্যিটা জানতে পেরে রাগে 'অগ্নিশর্মা' হয়ে ওঠেন পুরুষসঙ্গী। তিনি মহিলার বিরুদ্ধে অভিযোগ জানান।
এদিকে ওই মহিলা 'অপরাধ' করেছে জেনেও তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিকভাবে সংশয় তৈরি হয়। আদালতে বিচারক অ্যাস্ট্রিড সালেস্কি বলেন, আমরা আইনি ইতিহাস লিখলাম। এই সংক্রান্ত মামলার সামগ্রিক বিষয় খতিয়ে দেখার পর বিচারক সিদ্ধান্ত নেন, ওই মহিলার বিরুদ্ধে ধর্ষণ নয়, যৌন হেনস্থার দায় আনা হবে। সেই অনুযায়ী তাঁর জেল হয়েছে।