লন্ডন: ব্রিটেনের রাজকন্যা তথা যুবরাজ উইলিয়াম ও যুবরানী কেট মিডলটনের কন্যা শার্লোট এক বছর পূর্ণ হল। আর সেই উপলক্ষ্যে ছোট্ট শার্লোটের দেরাজ উপচে পড়েছে হরেক কিসিমের উপহারে। তবে, সবচেয়ে আকর্ষনীয় উপহার সম্ভবত একটি সোনার ঝুমঝুমি।


একেবারে ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি ওই ঝুমঝুমির ওপর খচিত রয়েছে হিরে, চুনি ও পান্না। জানা গিয়েছে, ওই স্বর্ণ ঝুমঝুমিটির দাম প্রায় ৩০ হাজার ব্রিটিশ পাউন্ড (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩০ লক্ষ টাকা)। এদিন কেনসিংটন প্যালেসের তরফে প্রকাশ করা হয় সেই তালিকা। জানা গিয়েছে, ওই ঝুমঝুমিটি তৈরি করেছে সেদেশের ন্যাচরাল সাফায়ার কোম্পানি।

সোনার ঝুমঝুমির পাশাপাশি ছোট্ট শার্লোটের উপহারের তালিকায় রয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া রেশমের একটি মূর্তি। রয়েছে খ্যাতনামা স্কটিশ টুকরি-শিল্পী সিয়ারান হোগানের তৈরি উইলো কাঠের একটি টুকরি। গতমাসে ওবামা দম্পতি এসেছিলেন। তাঁরা একটি ধাঁধার খেলা ও তাঁদের পোষা কুকুর বো-এর পুতুল দিয়ে যান।

তার আগে, রাজকন্যার জন্য একটি রূপোর ঝুমঝুমি উপহার দিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো। এছাড়া, বিভিন্ন স্কুল, সম্প্রদায় ও ধনীদের থেকে রাজ-পরিবারের কনিষ্ঠতম সদস্যের জন্য এসেছে প্রচুর কম্বল, পোশাক, বই, খেলনা এসেছে। কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, শার্লোটের জন্য আসা উপহার ও শুভেচ্ছাবার্তায় আপ্লুত যুবরাজ ও যুবরানী।