কলম্বো: দেশের বাইরে (abroad) কোথাও যাননি শ্রীলঙ্কার (sri lanka) বিদায়ী প্রেসিডেন্ট (president) গোতাবায়া রাজাপক্ষে (gotabaya rajapaksha)। বিবৃতি দিয়ে জানালেন সে দেশের পার্লামেন্টের (parliament) স্পিকার (speaker) মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা। গত শনিবার প্রেসিডেন্টের ইস্তফার দাবিতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল রাজধানী কলম্বো। তার পর থেকেই শোনা যাচ্ছিল, বিদেশে চলে গিয়েছেন রাজাপক্ষে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিবৃতি দিয়ে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।


কী চলছে শ্রীলঙ্কায়? 


এই মুহূর্তে গোতাবায়া কোথায়, সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে তিনি সরকারি বাসভবন ছাড়ার পরও যে প্রেসিডেন্টের সচিবালয় যে বিবৃতি দিয়ে চলেছে সেটা স্পষ্ট। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই ইস্তফা দেওয়ার কথা গোতাবায়া রাজাপক্ষের। কিন্তু তার পর কী ভাবে চলবে দেশের প্রশাসনিক কাজকর্ম? সূত্রের খবর, দেশের প্রধান বিরোধী দল, সমাগি জনা বলাওয়েগয়া বা এসজেবি সোমবার ঐক্য়বদ্ধ ভাবে সাজিথ প্রেমদাসাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। এসজেবি-র দাবি, দলীয় সম্পাদকের তরফে প্রস্তাবটি পেশ করা হলে পার্টির চেয়ারম্য়ান ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা তা সমর্থন করেন। সোমবার দুপুরেই তা গৃহীত হয়েছে বলে খবর। যদিও স্পিকার জানিয়েছেন, আগামী ২০ জুলাই দেশের সংবিধান মেনে পার্লামেন্টে ভোটাভুটি করেই নয়া প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। বিরোধী দল এসজেবি-রও বক্তব্য, এই মুহূর্তে নতুন প্রেসিডেন্টের অধীনে নতুন সরকার গড়া ছাড়া অন্য কোনও উপায় নেই। 


গোতাবায়া কোথায়?


সূত্রের খবর, সম্ভবত নৌসেনার কোনও স্টেশনে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট গোতাবায়া। গত সাত দশকে সবচেয়ে খারাপ আর্থিক সঙ্কটে ভুগছে দ্বীপরাষ্ট্র। কোটি কোটি মানুষ খাবার, ওষুধ, গ্যাসোলিন-সহ অন্যান্য জরুরি জিনিসের অভাবে ধুঁকছেন। দেশে বৈদেশিক মুদ্রার ভাঁড়ার তলানিতে। জ্বালানির দাম সাধারণ মানুষ তো বটেই, বহু স্বচ্ছল পরিবারের সাধ্যেরও বাইরে। স্কুল বন্ধ। প্রতিবাদে জ্বলছে দেশ। নৈরাজ্যের ছবি সর্বত্র। 


আরও পড়ুন:পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে