২ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের কাশ্মীর সংহতি কর্মসূচি সঈদের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jan 2018 05:00 PM (IST)
NEXT
PREV
লাহোর: ২ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের 'কাশ্মীর সংহতি আসরা' কর্মসূচি ঘোষণা করল হাফিজ মহম্মদ সঈদ। কাশ্মীরীদের সমর্থনে পাকিস্তানজুড়ে তারা সভা-সমাবেশ, সম্মেলন, সেমিনার করবে বলে জানিয়েছে মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড।
২০০৮ এর ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গৃহীত ১২৬৭ প্রস্তাবের আওতায় তালিকাভুক্ত সঈদকে পাকিস্তানে গত নভেম্বরে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয়।
আমেরিকা তাকে বিশেষ তালিকাভুক্ত বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করেই থামেনি, তাকে বিচার করে সাজা দেওয়া যেতে পারে, এমন তথ্য দিলে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ২০১২ সালে ঘোষণা করেছে।
সঈদের দাবি, তাকে গত বছর ১০ মাস গৃহবন্দি রাখা হয় শুধু এজন্যই যে, সে কাশ্মীরে 'ভারতের অত্যাচারের'ব্যাপারে সরব হয়েছিল, পাক সরকারের 'নিষ্ক্রিয়তা'র বিরুদ্ধেও মুখ খুলেছিল।
পর্যবেক্ষকদের দাবি, মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যুর পিছনে যারা জড়িত ছিল, সেই লস্কর-ই-তৈবার প্রকাশ্য সংগঠন জামাত-উদ-দাওয়া। জামাতকে ২০১৪-র জুনে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘোষণা করে আমেরিকা। পাশাপাশি আমেরিকা ইসলামাবাদকে পরিষ্কার জানিয়ে দেয়, সঈদ সন্ত্রাসবাদী, আইনের পূর্ণ প্রয়োগ করে তার বিচার করতে হবে। তার বিরুদ্ধে কোনও মামলা নেই বলে জানিয়ে তাকে 'সাহেব' বলে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির মন্তব্যে তীব্র ক্ষোভ জানায় আমেরিকা।
লাহোর: ২ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের 'কাশ্মীর সংহতি আসরা' কর্মসূচি ঘোষণা করল হাফিজ মহম্মদ সঈদ। কাশ্মীরীদের সমর্থনে পাকিস্তানজুড়ে তারা সভা-সমাবেশ, সম্মেলন, সেমিনার করবে বলে জানিয়েছে মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড।
২০০৮ এর ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গৃহীত ১২৬৭ প্রস্তাবের আওতায় তালিকাভুক্ত সঈদকে পাকিস্তানে গত নভেম্বরে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয়।
আমেরিকা তাকে বিশেষ তালিকাভুক্ত বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করেই থামেনি, তাকে বিচার করে সাজা দেওয়া যেতে পারে, এমন তথ্য দিলে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ২০১২ সালে ঘোষণা করেছে।
সঈদের দাবি, তাকে গত বছর ১০ মাস গৃহবন্দি রাখা হয় শুধু এজন্যই যে, সে কাশ্মীরে 'ভারতের অত্যাচারের'ব্যাপারে সরব হয়েছিল, পাক সরকারের 'নিষ্ক্রিয়তা'র বিরুদ্ধেও মুখ খুলেছিল।
পর্যবেক্ষকদের দাবি, মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যুর পিছনে যারা জড়িত ছিল, সেই লস্কর-ই-তৈবার প্রকাশ্য সংগঠন জামাত-উদ-দাওয়া। জামাতকে ২০১৪-র জুনে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘোষণা করে আমেরিকা। পাশাপাশি আমেরিকা ইসলামাবাদকে পরিষ্কার জানিয়ে দেয়, সঈদ সন্ত্রাসবাদী, আইনের পূর্ণ প্রয়োগ করে তার বিচার করতে হবে। তার বিরুদ্ধে কোনও মামলা নেই বলে জানিয়ে তাকে 'সাহেব' বলে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির মন্তব্যে তীব্র ক্ষোভ জানায় আমেরিকা।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -