নিউইয়র্ক: মাটি থেকে প্রায় ৩৫ ফুট উচ্চতায় মাঝ-আকাশে এক সহযাত্রীর প্রসব করালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক।


খবরে প্রকাশ, সিজ হেমাল নামে বছর সাতাশের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিবাসী ইউরোলজিস্ট আমেরিকার ক্লিভল্যান্ডের একটি কিডনি ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। ভারতে কিছুদিন কাটিয়ে গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লি থেকে প্যারিস যান সিজ। সেখান থেকে নিউইয়র্কের  বিমানে উঠেছিলেন।


তিনি জানান, অতলান্তিকের ওপর দিয়ে তখন বিমান যাচ্ছিল। তিনি সবে এক পাত্র শ্যাম্পেন খেয়ে ঘুমনোর ভাবনাচিন্তা করছিলেন। এমন সময়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে অনুরোধ করেন, বিমানে কোনও চিকিৎসক থাকলে এগিয়ে আসতে। কারণ, এক মহিলা যাত্রীর সময়ের আগে প্রসব যন্ত্রনা শুরু হয়েছে।


সিজ জানান, বিমানে আরও এক মহিলা চিকিৎসক ছিলেন। তিনি আবার শিশু-বিশেষজ্ঞ। নাম সর্টেফানি। দুজনে মিলে ওই মহিলার প্রসব করান। সিজ জানান, প্রায় ৩০ মিনিট চেষ্টার পর সফলভাবে ওই মহিলা এক শিশুপুত্র জেককে জন্ম দেন। মায়ের সঙ্গে শিশুর নাড়ীর সংযোগকারী নাভিরজ্জু জুতোর ফিতের সাহায্যে কাটা হয়।


সিজ জানান, তিনি ইউরোলজি বিশেষজ্ঞ হলেও, মেডিক্যাল পড়ার সময় একাধিক প্রসব করিয়েছেন। তবে, কোনওটিই মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতে নয়। সিজের এই অবদানের জন্য তাঁকে বিশেষ শ্যাম্পেন ও ট্রাভেল ভাউচার দিয়েছে বিমান সংস্থা।