ইসলামাবাদ: ভারত-পাক স্বাভাবিক সম্পর্কের পথে প্রধান বাধা আরএসএস, শিবসেনার মতো হিন্দুত্ববাদী 'চরমপন্থী' সংগঠনগুলি। এমনই মন্তব্য করলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান।

 

খানের বক্তব্য, ভারতের বিদেশ মন্ত্রী যদি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আন্তরিক এবং সংকল্পবদ্ধ হতেন, তবে এত অস্পষ্টতা থাকত না।  তাঁর উচিত ছিল বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া। যদি ভারত সরকার সত্যিই সম্পর্ক স্বাভাবিক করতে চাইত, তাহলে আলোচনার জন্য দরজা খোলা রাখত।

 

তিনি আরও বলেন, এমন কিছু শক্তি রয়েছে, যারা চায় না দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। ভারত সরকারের ওপর যথেষ্ট প্রভাব রয়েছে আরএসএস, শিবসেনা, অভিনব ভারতের মতো হিন্দু ‘চরমপন্থী’ সংগঠনের। এরাই ভারত-পাক স্বাভাবিক সম্পর্কের পথে বড় বাধা।

 

মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতারও সমালোচনা করেন তিনি।

 

প্রসঙ্গত, গতকালই সুষমা স্বরাজ বলেছিলেন, পাঠানকোটকাণ্ডের তদন্তে এনআইএ-কে ঢুকতে দেওয়া নিয়ে আপত্তি করেনি পাকিস্তান। তথ্যপ্রমাণ খতিয়ে দেখার জন্য কিছুটা সময় চেয়েছে তারা। তিনি আরও বলেন, মোদী-শরিফের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুদেশের বরফ গলাতে সাহায্য করবে।