জেনিভা: সাত বছরের এক মেয়ে বাবা-মার কাছ থেকে পালিয়ে উঠে পড়ল বিমানে। তার কাছে কোনও টিকিটই ছিল না। কিন্তু নিরাপত্তার বেড়াজাল টপকে সে উঠে পড়ে বিমানে।
একটা ট্রেনে চড়ে মেয়েটি চলে আসে জেনিভা বিমানবন্দরে। গত রবিবার জেনিভার সেন্ট্রাল রেলস্টেশন থেকে আচমকাই বাবা-মার কাছ থেকে পালিয়ে যায় মেয়েটি। ওই স্টেশন থেকে একটা স্টেশন পরেই বিমানবন্দর। বাবা-মা সুইস পুলিশের দ্বারস্থ হন। পুলিশ বিমানবন্দরের নিরাপত্তা ভিডিও থেকে তার পুরো গতিবিধি জানতে পেরেছে। বিমানবন্দরের মুখপাত্র বার্ট্রান্ড স্টেমপফ্লি এ কথা জানিয়েছে।
প্রথমে নিরাপত্তা গেট পেরিয়ে যায় সে। এক নজরে তাকে কোনও এক যাত্রীর সন্তান বলেই মনে হচ্ছিল। এরপর বাইরে আসার দরজা দিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ে। ছোটখাটো চেহারার মেয়েটি নজরেই পড়েনি নিরাপত্তা রক্ষীদের। এরপর বিমানের এক কর্মীকে অনুসরণ করে বিমানের দিকে এগোয় মেয়েটি। পরে পিছু ফিরে দাঁড়ায়। এরপর যাত্রীদের ভিড়ের মধ্যে মিশে যায় সে। এমন ভাব করে যেন সে তার বাবা-মাকে খুঁজছে।
দ্বিতীয়বারের চেষ্টায় বিমানে উঠে পড়ে মেয়েটি। সেই সময় এক আধিকারিক তাঁকে লক্ষ্য করেন এবং পুলিশের হাতে তুলে দেন।
কোনও বিমান পরিবহণ সংস্থার বিমানে মেয়েটি উঠে পড়েছিল, বিমানটি কোথায় যাচ্ছিল, তা জানাননি স্টেমপফ্লি। তবে জানা গেছে, বিমানটির গন্তব্য ছিল ফ্রান্স।
স্টেমপফ্লি জানিয়েছেন, এমন ঘটনা খুবই উদ্বেগজনক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে চা নিশ্চিত করতে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম কঠোর করা হয়েছে।
বাবা-মার কাছ থেকে পালিয়ে বিনা টিকিটে সাত বছরের মেয়ে উঠে পড়ল বিমানে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2017 12:10 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -