ঢাকা: সাম্প্রতিক ভারত সফরে হওয়া চুক্তি নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অভিযোগ খারিজ করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দাবি, দু দেশের মধ্যে যে চুক্তিগুলি হয়েছে, সে বিষয়ে কোনও কিছু আড়াল করা হয়নি।
হাসিনার এবারের ভারত সফরে দু দেশের মধ্যে ২২টি চুক্তি হয়েছে। বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ঋণ এবং সামরিক ক্ষেত্রে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। তবে তিস্তা চুক্তি হয়নি।
গতকাল ভারত-বাংলাদেশ চুক্তির সমালোচনা করে খালেদা বলেন, ভারত থেকে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নিয়ে দেশে ফিরতে পারেননি হাসিনা। বাংলাদেশ সরকার নিজেদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আওয়ামি লিগ সরকারকে ভারতের সঙ্গে এই চুক্তিগুলি না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই পরামর্শ মানেননি হাসিনা।
বিরোধী নেত্রীর এই সমালোচনার জবাবে আজ আওয়ামি লিগের বৈঠকে হাসিনা বলেছেন, ‘বিনএনপি নেত্রী বলেছেন, আমরা মউ স্বাক্ষর করার সময় মানুষকে অন্ধকারে রেখেছিলাম। আমার তাঁকে শুধু একটাই প্রশ্ন করার আছে। চিনের সঙ্গে সামরিক চুক্তি করার সময় তিনি কার সঙ্গে পরামর্শ করেছিলেন? সেই চুক্তিতে কী আছে কেউ জানে না। আমি তাঁর মতো কিছু আড়াল করিনি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছেন, চুক্তি করার আগে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে। ভারত সফরের আগে বিদেশমন্ত্রী মাহমুদ আলি সাংবাদিক সম্মেলনে চুক্তির কথা বলেছিলেন। ভারত-বাংলাদেশ যৌথ বিবৃতিতেও সে কথা বলা হয়েছে। এখন চোখ থাকা সত্ত্বেও কেউ দেখতে না পেলে তাঁর কিছু করার নেই। ভারতের সঙ্গে এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে।
তিস্তা চুক্তি নিয়ে খালেদাকে পাল্টা আক্রমণ করে হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়াও ক্ষমতায় ছিলেন। তখন তিনি কেন এই চুক্তি করতে পারেননি? খালেদার স্বামী বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময়ই ভারত তিস্তায় বাঁধ দেয়। তার ফলই ভুগতে হচ্ছে বাংলাদেশকে। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকার সময় ভারত সফরে গঙ্গার জল নিয়ে কোনও কথাই বলেননি খালেদা।’
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে কিছু আড়াল করা হয়নি, খালেদার অভিযোগ খারিজ করে হাসিনা
Web Desk, ABP Ananda
Updated at:
13 Apr 2017 08:16 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -