অটোয়া:  নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই কানাডার নাগরিকত্ব পেলেন। প্রসঙ্গত, এই নিয়ে তিনি হলেন ছ নম্বর ব্যক্তি যিনি কানাডার থেকে এই সম্মান পেলেন। মহিলাদের শিক্ষার প্রসারের জন্যে এই সম্মান দেওয়া হয়েছে মালালাকে।

মুসলিম ধর্মের ঐতিহ্য মেনে মাথায় একটি কমলা রঙের রুমাল জড়িয়ে আজ কানাডার রাজধানীতে উপস্থিত ছিলেন মালালা। সেখানেই তাঁকে আজ এই বিশেষ সম্মান দেওয়ার জন্যে ডেকে নেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডিউ। তিনি শুধু ষষ্ঠ ব্যক্তি হিসেবে এই সম্মান পেলেন না, সর্বকনিষ্ঠ সদস্য হিসেবেও এই সম্মান পেলেন। তাঁর আগে বিশ্বের পাঁচ ব্যক্তির মধ্যে এই সম্মানে সম্মানিত হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, দলাই লামা এবং মায়নমারের আন সান সু কি।