ইসলামাবাদ: সোমবারই ঘোষণা করেছিলেন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনে থাকবেন না। এবার ইমরান খান জানিয়ে দিলেন, সামরিক সচিবের তিন বেডরুম ফ্ল্যাটে থাকবেন তিনি। গৃহকর্মের জন্য থাকবেন দুজন সহায়ক থাকবেন।


প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সকলকে খরচ কমানোর আর্জি জানিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেছিলেন ইমরান খান। এ-ও জানান, তিনি বানিগালা অঞ্চলে নিজ বাসভবনেই থাকতে চেয়েছিলেন। কিন্তু, নিরাপত্তা সংস্থাগুলি তাতে রাজি হয়নি।


পরে, তিনি স্থির করেন, পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া একটি বাড়িতে থাকবেন। কিন্তু, তাতেও রাজি হয়নি নিরাপত্তা সংস্থাগুলি। অগত্যা, সামরিক সচিবের বাড়ি চূড়ান্ত করেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী। মঙ্গলবার থেকে তিনি সেখানে থাকতেও শুরু করেন।


পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবনে মোট কর্মীর সংখ্যা ৫২৪। রয়েছে ৮০টি গাড়ি। ইমরান জানিয়ে দেন, তিনি নিজের জন্য ওই বিপুল খরচ করবেন না। শুধুমাত্র ২ জন সহায়ক রাখবেন। দুটি গাড়ি।


ইমরান বলেন, আমার জন্য ৩৩টি বুলেটপ্রুফ গাড়ি, হেলিকপ্টার, বিমান সহ যাবতীয় বিলাসিতা রয়েছে। একদিকে, দেশবাসীর জন্য খরচ করার অর্থ নেই। অন্যদিকে, এক শ্রেণির মানুষ ঔপনিবেশিক প্রভুদের মতো জীবন-যাপন করছেন।