হিউস্টন: একইদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, মার্কিন মুলুকে দুই রাষ্ট্রনেতার অভ্যর্থনায় যে বিস্তর ফারাক-- সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এই প্রেক্ষিতে টুইটারে ইমরানকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁর দেশেরই নেটিজেনরা। একদিকে, ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এ চেপে হিউস্টনে পৌঁছন মোদি। অন্যদিকে, সৌদি রাজকুমারের সঙ্গে তাঁর বিমানে করে আমেরিকায় আসেন ইমরান। মোদিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক দফতরের অধিকর্তা ক্রিস্টোফার অলসন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জুস্টার, আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা প্রমুখ। অন্যদিকে, ইমরানকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন একমাত্র রাষ্ট্রপুঞ্জে পাক রাষ্ট্রদূত মালিহা লোধি। এই নিয়ে ইমরানকে বিদ্ধ করেছেন নেটিজেনরা।