ইসলামাবাদ: ভারতের বেশকিছু এলাকা তাদের বলে দাবি করে দেশের নতুন মানচিত্র প্রকাশ করেছেন পাকিস্তান। আর তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী   ইমরান খানকে তীব্র কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। মানচিত্র নিয়ে পাকিস্তানের পদক্ষেপকে হাস্যকর আখ্যা দিয়েছেন তিনি।


পাক সরকারের প্রকাশ করা নয়া মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং পশ্চিম গুজরাতের কিছু এলাকাকে পাকিস্তানের ভূখণ্ডে দেখানো হয়েছে। এই নতুন মানচিত্র নিয়ে সমালোচনার মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী। এ বার কটাক্ষ এলো ইমরানের প্রাক্তন স্ত্রী রেহামের কাছ থেকে। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, “ওঁরা কাশ্মীরে এসেই থেমে যান কেন! আমি তো দিল্লিটাও চাই।" তাঁর কটাক্ষ, পাকিস্তান মানচিত্রে শুধু কাশ্মীর, লাদাখকে অন্তর্ভুক্ত করে থামল কেন, দিল্লিও দাবি করতে পারত।



২০১৫ সালে সাংবাদিক রেহামের সঙ্গে বিয়ে হয়েছিল ইমরানের। কিন্তু তার স্থায়িত্ব ছিল এক বছরেরও কম। রেহাম জানিয়েছেন, ইমরানের পরিবার রক্ষণশীল। তারা চাননি রেহাম বাড়ির বাইরে বার হোন। পাক প্রধানমন্ত্রীর পরিজনের ইচ্ছে ছিল রেহাম যেন ঘর-সংসার করেন। কিন্তু তা মেনে নেননি তিনি। ইমরানের সঙ্গত্যাগ করেন। পরবর্তী সময় যেখানে যখন সুযোগ পেয়েছেন, তখনই ইমরানের সমালোচনা করতে ছাড়েননি তাঁর প্রাক্তন স্ত্রী। এ বার সেই তালিকায় যুক্ত হল  পাকিস্তানের নতুন মানচিত্রও।

ভারতের কিছু এলাকাকে পাকিস্তানের নয়া রাজনৈতিক মানচিত্রে যুক্ত করার ঘটনার সমালোচনা করেছিল বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বলা হয়েছিল, এটা রাজনৈতিক অবাস্তবতা, অর্থহীন, হাস্যকর পদক্ষেপ। এর কোনও আইনি বৈধতা নেই, নেই কোনও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও।