ফজল আহমেদ নামে বছর একুশের এক যুবককে বীভত্সভাবে হত্যা করে তারা। প্রতিশোধ নিতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে খুবলে নেওয়া হয় তার দুই চোখ। যন্ত্রণায় ছটফট করলেও তখনও প্রাণে বেঁচে ছিল সে। এরপর বুকের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয় চামড়া। চামড়া ছাড়িয়ে নেওয়ায় বাইরে থেকেই দেখা যাচ্ছিল তার হৃদপিণ্ড। ফজলের আর্ত চিত্কারে উল্লাসে ফেটে পড়ে জঙ্গিরা। এর পর একটি দশতলা বাড়ির সমান উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হয় ফজল আহমেদকে। তার এক আত্মীয় কোনও একসময় খুন করেছিল এক তালিবান সদস্যকে। এই ছিল তার অপরাধ।
তালিবানের এই হত্যা সাম্প্রতিকতম সমস্ত নৃশংসতাকে ছাড়িয়ে গিয়েছে।