কাবুল: এ যেন উলটপুরান! যুদ্ধবাজ, মানবসভ্যতার বিনাশকারী, গোটা দুনিয়ার কাছে এটাই ভাবমূর্তি। কিন্তু সেই তালিবানের শীর্ষ নেতাই আফগানিস্তানের মানুষকে গাছ লাগানোর পরামর্শ দিল! এক বিবৃতিতে মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা নামে ওই তালিবান নেতা 'মুজাহিদ ও প্রিয় দেশবাসীকে হাতে হাত মিলিয়ে বৃক্ষরোপনের' ডাক দিয়েছে। বলেছে, পরিবেশ সুরক্ষা, আর্থিক উন্নতি, পৃথিবীকে সুন্দর করে তোলায় বড় ভূমিকা থাকে বৃক্ষরোপনের। সর্বশক্তিমান আল্লাহও মানুষের জীবনকে গাছপালার সঙ্গে জুড়ে দিয়েছেন। গাছপালা মাটিকে আশ্রয় করে বাঁচে, তেমনই মানুষ, জীবজন্তুরাও গাছকে ঘিরেই বেঁচে আছে। বনজঙ্গল, গাছপালা নির্মূল হয়ে গেলে জীবন বিপন্ন হবে, আল্লাহই বলেছেন।


যদিও কাবুলে ক্ষমতাসীন শাসকদের নিশানা করা বন্ধ রাখেনি তালিবান। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি দখলদার, তাদের লেজুড়দের বিরুদ্ধে সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছে তালিবান।

জনবিস্ফোরণের পাশাপাশি বায়ু দূষণে হাঁসফাঁস অবস্থা কাবুল সহ গোটা আফগানিস্তানের। সবুজ হারিয়ে যাচ্ছে, পার্ক-উদ্যানের সংখ্যা হাতে গোনা। প্রতি বছর বায়ু দূষণের জেরে নানা অসুখ-বিসুখে মারা যায় অন্তত ৪ হাজার মানুষ, জানিয়েছেন সে দেশের সরকারি স্বাস্থ্যমন্ত্রকের লোকজনই।
তবে তা সত্ত্বেও তালিবান নেতার গাছ লাগানোর পরামর্শকে নিজেদের 'কুকর্ম, অপরাধ থেকে নজর ঘোরানো, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা' বলেই মনে করছেন অনেকে। আফগান প্রেসিডেন্ট আসরফ গনির উপ মুখপাত্র শাহ হুসেন মুরতাজওইয়ের স্পষ্ট অভিমত, জন্মলগ্ন থেকেই গুলিগোলা, সংঘর্ষ রক্তপাত, ধ্বংস ছাড়া আর কিছুই জানে না ওরা। বৃক্ষরোপন, পরিবেশ রক্ষার ভাবনা ওদের মাথায় আসবে কী করে!
ওয়াহিদ মুজদা নামে জনৈক রাজনৈতিক পর্যবেক্ষকের মত, ভোল বদলাতে চাইছে তালিবান। মানুষকে বিশ্বাস করাতে চাইছে, নিজেদের দখলে থাকা এলাকায় গঠনমূলক ভূমিকা পালন করবে।