একতরফাভাবে সিন্ধু জল চুক্তি বাতিল করতে পারে না ভারত, দাবি পাকিস্তানের
ABP Ananda, web desk | 27 Sep 2016 03:53 PM (IST)
ইসলামাবাদ: সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের কড়া অবস্থানের পর বিপাকে পড়েছে পাকিস্তান। গতকালই এই চুক্তি পর্যালোচনা করতে ডাকা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিল পাকিস্তান। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ বলেছেন, ভারত চুক্তি লঙ্ঘন করলে পাকিস্তান আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে। আজিজের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে না। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আজিজ আরও বলেছেন, কার্গিল এবং সিয়াচেন যুদ্ধের সময়ও এই চুক্তি বাতিল হয়নি। উল্লেখ্য, উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করতে সচেষ্ট। এরই পাশাপাশি অন্যান্যভাবেও পাকিস্তানের ওপর চাপ বাড়াতে তত্পর নয়াদিল্লি। গতকালের বৈঠকে ভারত চুক্তি রদের কথা না বলা হলেও সিন্ধু দল কমিশনের বৈঠক বাতিল করে দিয়েছে। বৈঠকে স্থির হয়, সিন্ধু সহ ছ’টি নদীর (ঝিলম, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, ইরাবতী এবং সিন্ধু) জলের ভাগ ভারত যাতে বেশি পায় সে জন্য ঝাঁপানো হবে। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরে তুলবুল প্রকল্পে নতুন করে গড়ে তোলারও ইঙ্গিত দিয়েছে ভারত।