বেজিং ও নয়াদিল্লি: এনএসজি সদস্যপদ নিয়ে ভারত ও চিনের পরমাণু বিশেষজ্ঞদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা ‘বাস্তবোচিত ও গঠনমূলক’ হয়েছে। বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। ভারতের এনএসজি সদস্যপদের বিষয়ে ভারত ও চিনের আলোচনা চলবে বলে জানা গিয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এনএসজি নিয়ে প্রথম বৈঠক হয়েছিল। তারপর আজ চিনের রাজধানীতে ভারতের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আমনদীপ সিংহ গিলের সঙ্গে চিনের অস্ত্র নিয়ন্ত্রণ দফতরের ডিরেক্টর জেনারেল আয়াং কুনের বৈঠক হয়। এনপিটি-র শর্তগুলি রূপায়ণের বিষয়ে চিনকে আশ্বস্ত করে ভারত জানায়, এর কোনও বিকল্প নেই। এনপিটি প্রয়োগ করতেই হবে।
গত জুন মাসে চিনের বাধাতেই এনএসজি-র সদস্য হতে পারেনি ভারত। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে এনএসজি-র সেই সম্মেলনে চিনের প্রতিনিধিদলের প্রধান ছিলেন ওয়াং। তিনি সেই সময় বলেছিলেন, এনএসজি-র সদস্য হতে গেলে ভারতকে এনপিটি-তে সই করতেই করতেই হবে। কিন্তু ভারত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই না করেও এনএসজি-র সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই কারণেই চিনের সঙ্গে ফের আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
এনএসজি সদস্যপদ নিয়ে ভারত-চিনের ‘গঠনমূলক’ আলোচনা
Web Desk, ABP Ananda
Updated at:
31 Oct 2016 04:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -