জেরুসালেম: নরেন্দ্র মোদী, শি জিনপিং বৈঠক প্রসঙ্গে চিনকে জবাব ভারতের। হ্যামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার বৈঠক হতে পারে বলে যে কথা শোনা যাচ্ছিল, তা কার্যত উড়িয়ে চিনা বিদেশমন্ত্রক জানায়, ডোকালাম নিয়ে দুদেশের চলতি সংঘাতের প্রেক্ষাপটে তাঁদের কথা হওয়ার মতো অনুকূল পরিস্থিতি নেই।
কিন্তু ভারত সরকারের ওপরমহলের একটি সূত্র জানিয়েছে, আমরা তো এ ধরনের বৈঠকের প্রস্তাবই দিইনি। আগে থেকে দুজনের বৈঠক নির্ধারিতই হয়নি। তাহলে ইতিবাচক আবহাওয়া থাকা বা না থাকার প্রশ্নই বা ওঠে কি করে?
একটি সূত্রে চিন মোদী-জিনপিং বৈঠক বাতিল করেছে বলে দাবি করা হলেও ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, হ্যামবুর্গে ওঁদের কোনও বৈঠকই নির্ধারিত হয়নি। সূত্রের বক্তব্য, এখনও কোনও দ্বিপাক্ষিক বৈঠকের কোনও ব্যাপারই নেই, সব কিছুই ভাসাভাসা স্তরে রয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে জানান, ব্রিকস বৈঠকের পাশাপাশি আর্জেন্টিনা, কানাডা. ইতালি, জাপান, মেক্সিকো, ব্রিটেন, ভিয়েতনামের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।
গত ৬ জুন ডোকালা এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ১০ বছরের পুরানো একটি চৌকি চিনের পিপলস লিবারেশনস আর্মি (পিএলএ)-র ধ্বংস করে দেওয়া থেকেই চলতি বিবাদের সূত্রপাত।
যার জেরে ১৬ জুন ভুটানের ডোকলাম এলাকায় সংঘাতে জড়ায় দুদেশের সেনাবাহিনী। চিন ভুটানের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে সেখানে ঢোকার চেষ্টা করছে। ফলে সিকিম-ভুটান-তিব্বতের সংযোগস্থলে ভারতের নিরাপত্তা বিপন্ন হওয়ার মুখে।
ভারত অবশ্য চিনের দাবির মুখেও নিজের অবস্থানে অটল থেকে চিনা অনুপ্রবেশ ঠেকিয়ে রেখেছে।
শি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের প্রস্তাবই দেওয়া হয়নি, চিনা দাবি খারিজ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jul 2017 07:58 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -