বেজিং: ফ্রান্স থেকে ৩৬টি পরমাণু অস্ত্র বহনযোগ্য রাফালে যুদ্ধবিমান পাওয়ার পর সেগুলি চিন ও পাকিস্তান সীমান্তে বসাবে ভারত,  এমনই আশঙ্কা বেজিংয়ের। সামরিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই পাকিস্তান, চিন সীমান্তের বিতর্কিত অঞ্চলগুলিতে ওই  ফরাসি যুদ্ধবিমান মোতায়েন করার প্ল্যান  রয়েছে ভারতের, শেনঝেন  টেলিভিশনকে উদ্ধৃত করে এমনটা জানিয়েছে চিনের সরকার নিয়ন্ত্রিত ‘গ্লোবাল টাইমস’। চিনা সংবাদপত্রটির দাবি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ (সিপরি) সংস্থার সাম্প্রতিক এক রিপোর্টেও বলা হয়েছে, দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারী দেশ ভারত। এশিয়ায় অস্ত্র আমদানি বৃদ্ধির কারণ প্রধানত মধ্য প্রাচ্যে অস্থির পরিস্থিতি, এর পাশাপাশি চিনের উত্থানে তার প্রতিবেশীদের শঙ্কিত হয়ে পড়াও একটা কারণ, বলা হয়েছে চিনা সংবাদপত্রটিতে।


শেনঝেন টিভি জানিয়েছে, রাফালে যুদ্ধবিমান ওড়ার মতো অবস্থায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম, যার অর্থ, ভারতের পরমাণু প্রতিরোধ শক্তি বিরাট ভাবে সমৃদ্ধ হবে।

এদিকে সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর দক্ষিণ এশিয়া শাখার ডিরেক্টর  ঝাও  গাংচেং বলেছেন, ভারত ডাসল্ট সংস্থা থেকে রাফালে প্রযুক্তিও কিনতে চায়, কিন্তু তাতে নারাজ ফ্রান্স। এর অর্থ, ফ্রান্সের ভারতের সামরিক শিল্প সিস্টেম জোরদার করার পরিকল্পনায় সাহায্য দিতে ইচ্ছুক নয় ফ্রান্স।

সিপরি-কে উদ্ধৃত করে চিনা দৈনিকটি এও জানিয়েছে, সামরিক ক্ষমতার পরিধি দ্রুত বাড়াচ্ছে ভারত। নতুন প্রতিরক্ষা সিস্টেমের পিছনে  প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার ঢালছে। এই অবস্থায় উন্নত সামরিক সিস্টেমের অধিকারী অনেক দেশই ভারতের বাজার দখলের লড়াইয়ে নেমেছে। যেমন, রাশিয়া, আমেরিকা ও ইজরায়েল।

ফ্রান্সের সঙ্গে রাফালে নিয়ে ডিল পাকা হওয়ার আগে ভারত আমেরিকা থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার চেষ্টা করেছিল বলেও দাবি করেছেন ঝাও। তাঁর মন্তব্য, দাম কম, তাছাড়া পরমাণু অস্ত্র বহনযোগ্য, এ  কারণেই ভারত ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান বাছাই করেছে।