লাহোর: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জবাবে কী করবে পাকিস্তান, তা এখনও স্পষ্ট নয়, কিন্তু পাকিস্তানের হয়ে আসরে নেমে ভারতকে হুমকি দিলেন হাফিজ মহম্মদ সঈদ। পাক অধিকৃত কাশ্মীরে  ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযানের ‘সমুচিত জবাব’ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন ২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার ‘মস্তিষ্ক’ বলে চিহ্নিত হাফিজ। নিষিদ্ধ ঘোষিত জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা আজ ফয়সলাবাদে প্রকাশ্য জনসভায় দেখে নেওয়ার ঢঙে সরাসরি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। বলেছেন, সত্যিকারের সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে, আপনাকে দেখিয়ে দেব। প্রত্যাশিত জবাব শীগগিরই পাবেন আপনি!


আমেরিকার নিষেধাজ্ঞা তালিকায় থাকা হাফিজ এও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতীয় মিডিয়াকে বলতে চাই, কীভাবে পাকিস্তানি  জওয়ানরা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তোমরাও সেটা দ্রুত দেখতে পাবে। জেনে রাখ, আমেরিকাও তোমাদের বাঁচাতে পারবে না। এবার ভারতকে মুখের মতো জবাব দেওয়ার পালা পাকিস্তানের। নরেন্দ্র মোদী বুঝে যাবেন, সার্জিক্যাল স্ট্রাইক কী।