নয়াদিল্লি ও মালে: কাশ্মীর ইস্যু নিয়ে মলদ্বীপে উত্তপ্ত বাক্য বিনিময় ভারত ও পাকিস্তানের।
মলদ্বীপের রাজধানী মালে শহরে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলির সংসদের স্পিকারদের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে পাকিস্তানের দিক থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গটি উত্থাপন করা হয়। বক্তব্য পেশ করতে গিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করেন পাক প্রতিনিধি তথা পাক ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার। সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি জানায় ভারত।
পাক মন্তব্যের বিরুদ্ধে পাল্টা 'পয়েন্ট অফ অর্ডার' উত্থাপন করে ভারত। পাশাপাশি, পাক প্রতিনিধির তীব্র সমালোচনা করেন ভারতের প্রতিনিধি তথা রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ নারায়ণ সিংহ। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে এখানে মন্তব্য করার প্রবল বিরোধিতা করছি আমরা। একইসঙ্গে এই সম্মেলনের সূচির বাইরে কোনও ইস্যুকে তুলে এনে এই মঞ্চের রাজনীতিকরণের চেষ্টারও তীব্র আপত্তি জানাচ্ছি। ভারতীয় প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছিলেন লোকসভার স্পিকার ওম বিরলা।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতর শুরু হয়েছে। গতমাসেই জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে ভারত। এই মর্মে সংসদের উভয়কক্ষে পাস হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। মিলেছে রাষ্ট্রপতির সম্মতিও।
পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করার চেষ্টা চালাচ্ছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর হল ভারতের অভ্যন্তরীণ বিষয়। ফলত, এখানে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ার নেই। এই সত্যিটা ইসলামাবাদ যত দ্রুত বুঝবে তত মঙ্গল।