মোদি ও পুতিন এদিন বাণিজ্য, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, তেল ও গ্যাস, সংযোগ সহ বিভিন্ন বিষয়ে নয়াদিল্লির সঙ্গে মস্কোর সম্পর্ক উন্নত করার বিষয়ে আলোচনা করেন। ভারত ও রাশিয়ার মধ্যে ১৫টি মউ স্বাক্ষরিত হয়। মোদি জানিয়েছেন, গগনায়ন অভিযানের জন্য ভারতের মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে রাশিয়া।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারত-রাশিয়ার বন্ধুত্ব শুধু দুই দেশের রাজধানীতেই সীমাবদ্ধ নেই। আমরা এই সম্পর্কের সঙ্গে মানুষকে যুক্ত করেছি।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ভারত-রাশিয়ার সম্পর্ক যেমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তেমনই এই সম্পর্ক বিশেষ ধরনের। তামিলনাড়ুর কুন্দকুলমে পরমাণু চুল্লির বিষয়ে ভারতের সঙ্গে সহযোগিতা করছে রাশিয়া। এই পরমাণু চুল্লির প্রথম দু’টি ইউনিটের কাজ শুরু হয়ে গিয়েছে। তৃতীয় ও চতুর্থ ইউনিটের কাজ চলছে। গত বছর আমরা ভারতে ৩৩ লক্ষ টন তেল পাঠিয়েছি।’
আজ সকালে রাশিয়া পৌঁছন মোদি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম রাশিয়া সফর। ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠকের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। তাঁকে রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ দেওয়া হয়েছে। এই সম্মান দেওয়ায় রাশিয়ার মানুষ ও পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। তিনি জানিয়েছেন, এটা ভারতের ১৩০ কোটি মানুষের কাছে গর্বের বিষয়।