মস্কো ও নয়াদিল্লি: দুদিনের রুশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সূত্রের খবর, সম্ভাব্য চুক্তির তালিকায় রয়েছে যৌথ উদ্যোগে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল ও সামরিক হেলিকপ্টার নির্মাণ।
জানা গিয়েছে, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও হেলিকপ্টার নির্মাণ নিয়ে আলোচনা ইতিমধ্যেই অনেকটাই সারা হয়ে গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই অনুযায়ী, ভারত ও রুশ যৌথ উদ্যোগে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই দুটির নির্মাণ ভারতে শুরু করতে সম্মত হয়েছে উভয় দেশই।
উত্তরপ্রদেশের কোরওয়াতে তৈরি হবে একে-২০৩ রাইফেলগুলি। এর জন্য ইন্দো-রুশ রাইফেল ফ্যাক্টরি লিমিটেড গঠন করা হবে। এখন, সময়সীমা ও প্রকল্পকে রূপায়িত করার খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। জানা গিয়েছে, কোরওয়াতে ৬.৭ লক্ষ রাইফেল তৈরি হবে ভারতীয় বাহিনীর জন্য। এখান থেকে ভবিষ্যতে তৃতীয় কোনও রাষ্ট্রে রফতানিও করার সংস্থান থাকবে।
এর পাশাপাশি, ভারতীয় সেনার ও বায়ুসেনার জন্য হাল্কা হেলিকপ্টার নির্মাণের জন্য গঠিত ইন্দো-রুশ হেলিকপ্টার লিমিটেডকে বরাত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। ২০১৫ সালে এই সংস্থাটি গঠন করা হয়েছিল। চুক্তি অনুযায়ী, ভারতীয় সামরিক বাহিনীর জন্য ২০০টি হেলিকপ্টার নির্মাণ করা হবে। এর জন্য ২০ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এখন মোদির সফরে, চুক্তি হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা।