কায়রো: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুদূর মিশরে এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে চলেছে ভারত।
জানা গিয়েছে, উৎসবের আয়োজক মিশরে ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক বিভাগ – মৌলানা আজাদ সেন্টার ফর ইন্ডিয়ান কালচার (মাকিক)। ৮ থেকে ১২ মে চলা এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন, ছায়াছবি, নাটক ও অঙ্কন প্রতিযোগিতা হবে।
অনুষ্ঠানের সূচনা হবে ‘কাবুলিওয়ালা’ ছবি প্রদর্শন দিয়ে। কবিগুরুর ‘চিত্রাঙ্গদা’-র ওপর একটি নৃত্যানুষ্ঠান পরিবেশন হবে।