১৯৩৯ সালে ইন্দৌরে জন্ম হয় রইসের। তাঁর পরিবারের প্রত্যেকেই গান-বাজনার সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় রাগসঙ্গীতের মেওয়াতি ঘরানার শিল্পী ছিলেন রইস। তাঁর মায়ের বাবা এনায়েত আলি খানও প্রখ্যাত সেতার বাদক ছিলেন। বাবা মহম্মদ খান ও কাকা ওয়ালেত আলি খানের কাছে সেতারের শিক্ষা শুরু হয় রইসের। পাঁচ বছর বয়সে তৎকালীন বম্বের সুন্দর বি হলে প্রথম মঞ্চে অনুষ্ঠান করেন রইস। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর ও মহারাজা। প্রত্যেকেই তাঁর তারিফ করেন।
একের পর এক অনু্ষ্ঠানের মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠেন রইস। তিনি প্রথমবার বিদেশে অনুষ্ঠান করতে যান পোল্যান্ডে। এরপর ১৯৬৩ সালে করাচিতে অনুষ্ঠান করতে যান। ১৯৬৮ সাল থেকে পাকাপাকিভাবে পাকিস্তানে থাকতে শুরু করেন রইস। ১৯৭৯ সালে তাঁর সঙ্গে বিলকিসের আলাপ হয়। পরে তাঁরা বিয়ে করেন।