রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জে ভুয়ো ছবি দেখিয়ে ভারতের বদনাম করার চেষ্টার জন্য রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানকে চেপে ধরবেন ভারতীয় প্রতিনিধি। এ ধরনের অপচেষ্টার জন্য পাকিস্তানের ক্ষমাভিক্ষার দাবি জানাবে ভারত। আজ রাতেই উত্তরদানের অধিকার প্রয়োগ করে ভিত্তিহীন অভিযোগের জন্য পাকিস্তানকে একহাত নেওয়ার জন্য তৈরি হচ্ছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি এনাম গম্ভীর। বিদেশমন্ত্রকের সূত্র উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম।
উল্লেখ্য, গত সোমবার সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানি দূত মালিহা লোদী নিজেকে কার্যত উপহাসের পাত্র করে তোলেন। কাশ্মীরে ভারতের অত্যাচারের প্রমাণ তুলে ধরতে গিয়ে একটি ছবি দেখান তিনি। পরে জানা যায়, ওই ছবিটি আদৌ কোনও কাশ্মীরীর নয়। ছবিটি গাজায় ২০১৪-তে ইজরায়েলি হামলার শিকার এই প্যালেস্তিনীয় মহিলার।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারত সন্ত্রাসবাদের ধাত্রী হিসেবে অভিযোগ করে পাক দূত ওই ভুয়ো ছবিটি দেখিয়েছিলেন।
জানা গেছে, পাকিস্তানের এ ধরনের ভুয়ো অভিযোগের জবাব দেওয়ার জন্য উত্তরদানের অধিকার প্রয়োগ করবে ভারত। তবে শুধু রাষ্ট্রপুঞ্জের মতো মঞ্চে ভুয়ো ছবি দেখিয়ে ভারতকে বদনাম করার জবাব দেওয়াতেই সীমাবদ্ধ থাকবেন না ভারতীয় দূত। কাশ্মীর সম্পর্কে পাকিস্তান যে অভিযোগ করেছে, সে ব্যাপারেই ভারত জবাব দেবে। এক্ষেত্রে অংশ হিসেবে আসবে ভুয়ো ছবির প্রসঙ্গ।
রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরীর ভুয়ো ছবি : পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, দাবি করবে ভারত
ABP Ananda, web desk
Updated at:
25 Sep 2017 06:10 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -