কানসাস: ৫৭ বছর বয়সি এক ভারতীয় চিকিৎসককে পিছু ধাওয়া করে, ছুরি মেরে হত্যা করল তাঁরই এক রোগী। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরে। অচ্যুতা রেড্ডি, তেলঙ্গানার বাসিন্দা, পেশায় মানসিক রোগের চিকিৎসক। পূর্ব উইচিতাতে ক্লিনিকের পিছনে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে।ঘটনাটি ঘটে বুধবার। তদন্তে নেমে মার্কিন পুলিশ, ওই চিকিৎসকরেই অধীনে চিকিৎসাধীন ২১ বছর বয়সি এক তরুণকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, মার্কিন মুলুকে এই নিয়ে এবছরে দ্বিতীয়বার আরেকজন ভারতীয়কে হত্যা করা হল। এর আগে শ্রীনিবাস কুচিভোতলা, যিনিও তেলঙ্গানার বাসিন্দা, তাঁকে হত্যা করা হয়। সেই ঘটনাটি ঘটেছিল এই বছর ফেব্রুয়ারিতে।
মার্কিন পুলিশ সূত্রে দাবি, হামলাকারী ব্যক্তি আক্রমণের আগে চিকিৎসকের সঙ্গে দীর্ঘক্ষণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। অভিযুক্ত ব্যক্তির নাম উমর রশিদ দত্ত। মূলত মৃত চিকিৎসককে ছুরি মারার আগে বেঁচে পালানোর চেষ্টা করেছিলেন অচ্যুতা রেড্ডি। কিন্তু পিছু ধাওয়া করে ডাক্তারকে ধরে ফেলে হামলাকারী। তাঁরই ক্লিনিকের পিছনে একাধিকবার ছুরি মেরে হত্যা করা হয় অচ্যুতাকে।
অভিযুক্ত ব্যক্তিকে কান্ট্রি ক্লাব থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে সেখানকার এক নিরাপত্তা কর্মী খবর দেন, এক সন্দেজনক ব্যক্তি রক্তমাখা জামা পরে ক্লাবের বাইরের পার্কিং লটে বসে রয়েছে। এরপর সেখানে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
মৃত চিকিৎসক হলিস্টিক সাইকিয়াট্রিক সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন হাসপাতালেও তাঁর যাতায়ত ছিল। এছাড়া এলাকার লোকেরা তাঁকে যোগা এবং ফিটনেস এক্সপার্ট হিসেবেও চিনতেন। তিন সন্তানের বাবা অচ্যুতা তেলঙ্গানার নালগোন্ডা জেলার বাসিন্দা। ১৯৮৬ সালে ওসমানিয়া মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। দুদশক ধরে প্র্যাক্টিস করার পর, সম্প্রতিই তিনি তাঁর নিজস্ব ক্লিনিক খুলেছিলেন। চিকিৎসক রেড্ডির স্ত্রীও পেশায় চিকিৎসক। অচ্যুতার মৃত্যুকে সমাজের ক্ষতি বলে বর্ণনা করেছেন সেখানকার চিকিৎসকদের একটি কমিউনিটি।
পিছু ধাওয়া করে, ছুরি মেরে মার্কিন মুলুকে ভারতীয় চিকিৎসককে হত্যা করল তাঁরই রোগী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2017 10:58 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -