আমেরিকায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কা, নিহত ভারতীয় ইঞ্জিনিয়ার, গুরুতর আহত স্ত্রী
Web Desk, ABP Ananda | 29 Mar 2017 05:34 PM (IST)
ফাইল চিত্র
ওয়াশিংটন: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেল এক ভারতীয়র। এবার এক মদ্যপ চালকের মিনিভ্যানের ধাক্কায় মৃত্যু হল পেশায় ইঞ্জিনিয়ার অংশুল শর্মার (৩০)। তাঁর স্ত্রী সমীরা ভরদ্বাজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত গাড়িচালক মাইকেল ডেমাইওকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার কলম্বাসের রাস্তা দিয়ে হাঁটছিলেন অংশুল ও তাঁর স্ত্রী। সেই সময় পিছন থেকে তাঁদের সজোরে ধাক্কা মারে ওই মিনিভ্যান। মাথার পিছনে এবং শিরদাঁড়ার উপরের দিকে মারাত্মক আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অংশুলের। তাঁর স্ত্রীর অবস্থা এখনও সঙ্কটজনক। অংশুল যেখানে চাকরি করতেন, সেই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাঁর দেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে।