টরন্টো: গাড়ি পার্ক করা নিয়ে বিবাদের জেরে কানাডা-নিবাসী এক ভারতীয় ব্যক্তিকে ‘বর্ণবিদ্বেষমূলক’ কটূকথা বলার অভিযোগ উঠল এক স্থানীয় মহিলার বিরুদ্ধে।
খবরে প্রকাশ, সাত বছর আগে ভারত থেকে কানাডায় পাকাপাকিভাবে বসবাস করতে যান রাহুল কুমার। রাহুলের অভিযোগ, ওই মহিলা তাঁকে বলেন, ‘পাকি’, ‘ফিরে যাও নিজের দেশে’। রাহুলের আরও অভিযোগ, ওই মহিলা তাঁর চামড়ার রং নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যও করেন।
ওই মহিলার যাবতীয় কথা মোবাইল ফোনে ভিডিও করে স্থানীয় সংবাদমাধ্যমে পাঠিয়ে দিলে, তারা তা সম্প্রচার করলে গোটা বিষয়টি জানাজানি হয়। যদিও, অভিযোগ এরপরও মহিলা ক্ষমা চাননি। উল্টে দাবি করতে থাকেন, যা করেছেন ঠিক করেছেন। এমনকী, সম্প্রচার করার জন্য সংবাদমাধ্যমের সমালোচনাও করেন তিনি।
‘ফিরে যাও নিজের দেশে’, কানাডায় ভারতীয়কে ‘বর্ণবিদ্বেষী’ আক্রমণ মহিলার
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2018 04:03 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -