লাহৌর: আন্তর্জাতিক আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করার অনুমতি দেওয়ার দিনই ভারতীয় চর সন্দেহে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করল পাকিস্তান। পঞ্জাব প্রদেশের পুলিশের দাবি, গতকাল বালোচিস্তান থেকে ডেরা গাজি খান শহরে প্রবেশ করার সময় রাখি গজ অঞ্চল থেকে রাজু লক্ষ্মণ নামে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি চরবৃত্তির কথা স্বীকার করেছেন বলে পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। রাজুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানে চরবৃত্তি প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৭ সালের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। এর বিরোধিতা করে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। গত মাসে আন্তর্জাতিক আদালত জানিয়ে দিয়েছে, পাকিস্তানকে কুলভূষণের মামলাটি নতুন করে খতিয়ে দেখতে হবে এবং তাঁর সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দিতে হবে।