নিউইয়র্ক: ফের মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়। এবার এক ভারতীয় বংশোদ্ভূত মেয়েকে বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করার অভিযোগ উঠল এক আফ্রো-আমেরিকান নাগরিকের বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও ফুটেজ তুলে ইন্টারনেটে পোস্ট করে মেয়েটি।
নিউইয়র্কের বাসিন্দা একতা দেশাই নামে ওই মেয়েটির অভিযোগ, গত ২৩ তারিখ সে একটি ভিড়ে ঠাসা ট্রেনে চেপে যাচ্ছিল। তার দাবি, আচমকা, এক ব্যক্তি তার উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। একতা জানায়, সে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ভিডিও তুলতে শুরু করে। এতে আরও ক্ষিপ্ত হয়ে যায় ওই ব্যক্তি।
পরে সেই ভিডিও একটি ওয়েবসাইটে পোস্ট করে ওই একতা। ভিডিওটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গিয়েছে, ওই ব্যক্তি মেয়েটিকে কটূক্তি করছে। তার মুখ দিয়ে ‘ব্ল্যাক পাওয়ার’, ‘বেরিয়ে যাও এই দেশ থেকে’ ও ‘ফ্রিডম অফ স্পিচ’ জাতীয় শব্দ বের হচ্ছে।
একতা জানায়, সে গোটা ঘটনাটি পরে পুলিশকে জানিয়েছে। তার দাবি, পুলিশ তাকে জানায়, সম্ভবত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে, তাকে সতর্কে থাকতে বলেছে। পাশাপাশি, একতা স্থানীয় মানবাধিকার সংগঠন ভয়েস রেইজার’-এর দ্বারস্থও হয়।
[embed]
ওই ব্যক্তির শাস্তির দাবি তোলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কুন্দন শ্রীবাস্তব। তিনি বলেন, মার্কিন প্রশাসনের উচিত ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। একইসঙ্গে, তিনি ট্রেনের সহযাত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, সকলের সামনে এক মহিলাকে এভাবে কটূক্তি করা হচ্ছে, অথচ কেউ প্রতিবাদ করল না!
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে মার্কিন মুলুকে বসবাসকারী একাধিক ভারতীয় বর্ণবিদ্বেষমূলক হামলার শিকার হয়েছেন। যার মধ্যে অন্যতম শ্রীনিবাস কুচিভোটলার নাম। ৩২ বছরের এই ভারতীয় ইঞ্জিনিয়ারকে কানসাসের একটি পানশালায় গুলি করে হত্যা করে অ্যাডাম পুরিনটন নামে প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী। সেখানেও আততায়ী শ্রীনিবাসের উদ্দেশ্যে বলেছিল, ‘বেরিয়ে যাও আমার দেশ থেকে...’।
ওই হামলায় গুরুতর জখম হন শ্রীনিবাসের বন্ধু অলোক মাদসানি এবং আরও এক মার্কিন তরুণ। গোটা ঘটনায় এখন তোলপাড় মার্কিন মুলুক। শ্রীনিবাসের হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে সেখানে বসবাসকারী ভারতীয়রা। দিকে দিকে উঠছে দোষীর শাস্তির দাবি। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
এসবের মধ্যেই ফের বর্ণবিদ্বেষমূলক হামলার সম্মুখীন হলেন আরও এক ভারতীয়।