লন্ডন: র‌্যানসমওয়্যার তৈরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা! দাবি ভারতীয় বংশোদ্ভুত তথ্যপ্রযুক্তি গবেষকের।


গুগলে কর্মরত ভারতীয় বংশোদ্ভুত তথ্যপ্রযুক্তিবিদ নীল মেটার দাবি, র‌্যানসমওয়্যার তৈরি ও হামলার নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়া। দাবির স্বপক্ষে কিছু প্রমাণও পেশ করেছেন তিনি।


সারা বিশ্বের তাবড় তাবড় সাইবার বিশেষজ্ঞরা যখন র‌্যানসমওয়্যারের উৎস ও মোকাবিলা খোঁজার চেষ্টায় ব্যস্ত, ঠিক সেই সময় নীলের এই দাবি তাৎপর্যপূর্ণ।


খবরে প্রকাশ, দাবির স্বপক্ষে একটি কোড (কম্পিউটার প্রোগ্রামিং) প্রকাশ করেছেন নীল, যাকে এখনও পর্যন্ত র‌্যানসমওয়্যার মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক্লু’ বা সূত্র বলে উল্লেখ করেছে রুশ সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কি।


সাইবার বিশেষজ্ঞদের দাবি, মেটার দেওয়া কোডটি একমাত্র উত্তর কোরিয়ার হ্যাকাররাই ব্যবহার করে থাকে। তাঁরা জানান, উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার-গোষ্ঠী ‘ল্যাজারাস’ যে কোড ব্যবহার করে থাকে, ঠিক একই ধরনের কোড র‌্যানসমওয়্যার বা ওয়ানাক্রাই সফটওয়্যারের মধ্যেও পাওয়া গিয়েছে।


যদিও, নীলের এই সূত্রের ওপর ভিত্তি করে এখনই উত্তর কোরিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ পশ্চিমি দেশগুলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মতে, অন্য হ্যাকার গোষ্ঠী ইচ্ছাকৃতভাবেও ‘ল্যাজারাস’-কোড ব্যবহার করে থাকতে পারে, গোটা বিশ্বের নজর অন্যত্র ঘোরানোর জন্য।


তাদের আরও দাবি, র‌্যানসমওয়্যারের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে চিনের। আমেরিকার যুক্তি, উত্তর কোরিয়া জেনে বুঝে তাদের অন্যতম মিত্র-রাষ্ট্র চিনের এত বড় ক্ষতি করবে না।


সারা বিশ্ব এখন র‌্যানসমওয়্যার হানায় আক্রান্ত। ‘ওয়ানাক্রাই’-এর মোকাবিলা কী করে করা যায়, তাই নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। এখন নীলের দেওয়া সূত্র ধরে এই ম্যালওয়্যারের প্রতিষেধক কত দ্রুত বের করতে সক্ষম হন সাইবার-বিশেষজ্ঞরা, সেটাই দেখার।