ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর) প্রজেক্ট সম্পর্কে ভারতের উদ্বেগ নিরসনে চিনের অর্থবহ আলোচনা করা উচিত, বেল্ট অ্যান্ড রোড ফোরাম সম্মেলন শুরুর আগে বলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে।
এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে চিনা মুখপাত্রটি আজ বলেন, প্রকল্পের উদ্যোগ শুরু হওয়া থেকে গত ৪ বছরে আমরা লাগাতার আলোচনা, যৌথ অবদান ও তার সুবিধা পরস্পর ভাগ করে নেওয়ার নীতি মেনে চলেছি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর জন্য। ভারতীয় মুখপাত্র কী বলতে চাইছেন, জানি না। অর্থবহ আলোচনা কাকে বলে, কী? কী ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি চিনের কাছ থেকে তিনি দেখতে চান?
প্রসঙ্গত, ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অধীনেই চিন ও পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি করেছে।