বেজিং: বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ভারতের উদ্বেগ, আপত্তিতে কড়া প্রতিক্রিয়া বেজিংয়ের। ১৪-১৫ মে বেজিংয়ে অনুষ্ঠিত দুদিনের বেল্ট অ্যান্ড রোড ফোরাম (বিআরএফ) বয়কট করেছে ভারত। এতে অসন্তুষ্ট বেজিং। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহ ২৯টি দেশের শীর্ষনেতারা সেখানে ছিলেন। পাক অধিকৃত কাশ্মীরের ভিতর দিয়ে যাওয়া ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের চিন-পাকিস্তান ইকনমিক করিডর (সিপিইসি) নিয়ে সার্বভৌমত্ব ইস্যুতে বিচলিত, সে কারণেই বেজিংয়ে হওয়া দুদিনের ফোরাম সম্মেলনে যোগ দেয়নি ভারত। কিন্তু নয়াদিল্লির এই অবস্থান সম্পর্কে মঙ্গলবার প্রশ্ন তুলেছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং।
ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর) প্রজেক্ট সম্পর্কে ভারতের উদ্বেগ নিরসনে চিনের অর্থবহ আলোচনা করা উচিত, বেল্ট অ্যান্ড রোড ফোরাম সম্মেলন শুরুর আগে বলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে।
এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে চিনা মুখপাত্রটি আজ বলেন, প্রকল্পের উদ্যোগ শুরু হওয়া থেকে গত ৪ বছরে আমরা লাগাতার আলোচনা, যৌথ অবদান ও তার সুবিধা পরস্পর ভাগ করে নেওয়ার নীতি মেনে চলেছি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর জন্য। ভারতীয় মুখপাত্র কী বলতে চাইছেন, জানি না। অর্থবহ আলোচনা কাকে বলে, কী? কী ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি চিনের কাছ থেকে তিনি দেখতে চান?
প্রসঙ্গত, ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অধীনেই চিন ও পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ওয়ান বেল্ট ওয়ান রোড: অর্থবহ আলোচনা বলতে কী বোঝাতে চাইছে ভারত, পাল্টা চিনের
Web Desk, ABP Ananda
Updated at:
16 May 2017 04:08 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -