লন্ডন: নাম অক্ষয় রূপারেলিয়া, বয়স ১৯। লন্ডনের বাসিন্দা এই কলেজ ছাত্র এখন ব্রিটেনের কনিষ্ঠতম কোটিপতি।

মাত্র ১ বছরে অক্ষয়ের অনলাইন জমি বাড়ি ক্রয়বিক্রয় সংস্থার মূল্য হয়েছে ১২ মিলিয়ন পাউন্ড।

পড়ার ফাঁকে ফাঁকে সম্পত্তি বেচা কেনার কাজ করেন অক্ষয়। নামী দামি এস্টেট এজেন্টরা যে দামে সম্পত্তি কেনাবেচা করেন, অক্ষয় দাম নেন তার শতাংশের একাংশ। তাঁর ডোরস্টেপস ডট সিও ডট ইউকে জন্মের মাত্র মাত্র ৬ মাসের মাথায় ব্রিটেনের অষ্টাদশ বৃহত্তম এস্টেট এজেন্সি হয়ে উঠেছে। এখনও পর্যন্ত ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি কেনা বেচা করেছেন তিনি।

অক্ষয় জানিয়েছেন, নিজের ওয়েবসাইট চালুর সপ্তাহকয়েক পর সাসেক্সের এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বলেন নিজের বাড়ি ও বাড়ির পাশে একখণ্ড জমি বিক্রি করে দিতে। অক্ষয়ের তখন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স কিছুই ছিল না। দিদির বয়ফ্রেন্ডকে ৪০ পাউন্ড ঘুষ দিয়ে তাঁর গাড়িতে সাসেক্সে এসে পৌঁছন। জমি, বাড়ির ছবি তোলেন। ৩ সপ্তাহের মধ্যে সফলভাবে বিক্রি করেন ওই সম্পত্তি। তারপর থেকেই দাঁড়িয়ে যায় তাঁর ব্যবসা।

আত্মীয়র থেকে ৭,০০০ পাউন্ড ধার নিয়ে এজেন্সি খুলেছিলেন। এখন তাঁর সংস্থায় ১২ জন চাকরি করেন।

ব্রিটেনে বসবাসরত স্বনির্ভর মায়েদের মূলত চাকরি দেন অক্ষয়, তাঁরা খদ্দেরকে জমি বাড়ি ঘুরিয়ে দেখান। তাঁর কথায়, মানুষ মায়েদের বিশ্বাস করে। অক্ষয়ের বাবা মা দুজনেই কানে শোনেন না। বাবা কৌশিক শারীরিকভাবে অসমর্থদের দেখাশোনার কাজ করেন, মা রেণুকা পড়ান শুনতে অক্ষম ছেলেমেয়েদের স্কুলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অঙ্ক ও অর্থনীতি নিয়ে পড়ার সুযোগ পেয়েছেন অক্ষয় কিন্তু ব্যবসার স্বার্থে আপাতত সেই অফার নিচ্ছেন না তিনি।