লন্ডন: লন্ডনের অল্ড বেইলি কোর্টের প্রথম অ-শ্বেতাঙ্গ বিচারক নিযুক্ত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। এই বিচারকের নাম অনুজা রবীন্দ্র ধীর। তিনি প্রথম অ-শ্বেতাঙ্গ হওয়ার পাশাপাশি বর্তমানে ওই আদালতের কনিষ্ঠতম বিচারপতি।
অনুজা বলেছেন, বেশিরভাগ মানুষই তাঁকে দেখে বিচারপতি মনে করেন না। একদিন লন্ডন ক্রাউন কোর্টের নিরাপত্তারক্ষী তাঁকে ঢুকতে দিচ্ছিলেন না। শেষে বিচারকের পোশাক ও পরচুলা দেখিয়ে তবে তিনি আদালতে প্রবেশের অনুমতি পান। অনেকেই অল্পবয়সি মহিলা আইনজীবীর কাছে যাওয়ার ভরসা পান না। ফলে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। মানুষের এই দৃষ্টিভঙ্গির বদল দরকার।
অনুজার বাবা-মা ভারত থেকে ব্রিটেনে যান। স্কটল্যান্ডের ডান্ডিতে জন্ম অনুজার। ডান্ডি বিশ্ববিদ্যালয়ে আইন ও ইংরাজি নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৮৯ থেকে টানা ২৩ বছর লন্ডনে আইনজীবী হিসেবে কাজ করেছেন।
স্কুলে পড়ার সময় থেকেই আইনজীবী হিসেবে কাজ করার স্বপ্ন দেখতেন অনুজা। এ কথা জানতে পেরে এক শিক্ষিকা তাঁকে অপমান করেন। তিনি বলেন, আইনজীবী হওয়ার স্বপ্ন না দেখে হেয়ারড্রেসিংকে পেশা হিসেবে বেছে নেওয়া তাঁর পক্ষে ভাল হবে। সফল আইনজীবী হিসেবে প্রায় আড়াই দশক কাজ করার পর বিচারক হয়ে সেই অপমানের জবাব দিয়েছেন অনুজা।
লন্ডনের আদালতের প্রথম অ-শ্বেতাঙ্গ বিচারক ভারতীয় বংশোদ্ভূত মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2017 05:22 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -