লন্ডন: সোমবার শেষকৃত্য ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II Funeral)। তাতে অংশ নিতে লন্ডন পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। শনিবার সন্ধেয় লন্ডন পৌঁছন তিনি। ভারত সরকারের তরফে রানির মৃত্যুতে শোকজ্ঞাপন করতে গিয়েছেন।
ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লন্ডনে রাষ্ট্রপতি
গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। বয়স হয়েছিল ৯৬ বছর। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রয়াত রানির শেষকৃত্যে যোগ দিতেই তিন দিনের লন্ডন সফরে দ্রৌপদী। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। রানির ছেলে, ব্রিটেনের নয়া রাজা তৃতীয় চার্লস দ্রৌপদীকে বাকিংহ্যাম প্যালেসেও আমন্ত্রণ জানিয়েছেন। রবিবার বিশ্বের অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সেখানে দেখা যাবে দ্রৌপদীকে।
আরও পড়ুন: Mahua Moitra: চিতা তো এল, আর সংবিধান! জন্মদিনের শুভেচ্ছায় জানিয়েও মোদিকে খোঁচা মহুয়ার
দ্রৌপদীর লন্ডন সফরের বিভিন্ন মুহূর্ত ট্যুইট করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। তাতে লেখা হয়, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ভারত সরকারের হয়ে শোকজ্ঞাপন করবেন তিনি’।
সোমবার রানির শেষকৃত্যে অংস নেবেন দ্রৌপদী মুর্মু
এর আগে, গত ১২ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রানির মৃত্যুতে সরকারে হয়েশোকজ্ঞাপন করেন তিনি। রানির মৃত্যুতে গত রবিবার একদিনের রাষ্ট্রীয় শোকও পালন করা হয় গোটা দেশে।
তা নিয়ে সমালোচনার মুখে পড়লেও, বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বে ভারতের সঙ্গে সম্পর্কের প্রভূত উন্নতি হয়। কমনওয়েল্থ-এর প্রধান হিসেবেলক্ষ লক্ষ মানুষের কল্যাণে উল্লেকযোগ্য ভূমিকা ছিল তাঁর’।
এ বছরই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকাল ৭০ বছর পূর্ণ করেছে। ব্রিটিনের ইতিহাসে দীর্ঘমেয়াদি রাজত্ব তাঁরই। কিন্তু তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা ছিলই। এর আগে করোনায় আক্রান্ত হন রানি। কো-মর্বিডিটিও ছিল তাঁর। তার জেরে গত বছরের শেষ থেকেই তাঁর শরীর ভাল যাচ্ছে না বলে শোনা যাচ্ছিল। যে কারণে তাঁর বেশির ভাগ কাজকর্ম সামলাচ্ছিলেন ছেলে প্রিন্স চার্লস, নাতি প্রিন্স উইলিয়াম এবং রাজ পরিবারের অন্য সদস্যরা।