নয়াদিল্লি: পোল্যান্ডে এক ভারতীয় ছাত্রকে মারধরের ঘটনায় সেদেশে নিযুক্ত রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন। ট্যুইটারে বিদেশমন্ত্রী লিখেছেন, পোল্যান্ডে থাকা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি নিয়ে তাঁকে রিপোর্ট দিতে বলেছি।


সূত্রের খবর, সংবাদমাধ্যম মারফত পোল্যান্ডের পোজনান শহরে এক ভারতীয় ছাত্রের উপর আক্রমণের কথা জানতে পারেন বিদেশমন্ত্রী। প্রথমে জানা গিয়েছিল, ওই ভারতীয় ছাত্রকে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু পরে জানা গিয়েছে, তাঁকে মারধর করা হলেও, প্রাণে বেঁচে গিয়েছেন। ভারতীয় রাষ্ট্রদূত ট্যুইট করে এই খবর জানিয়েছেন।


পোল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, তিনি আক্রান্ত ছাত্রের সঙ্গে দেখা করেছেন। তাঁর আঘাত গুরুতর নয়। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্র। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার পোজনানের ট্রামে তাঁর উপর আক্রমণ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।