কানসাস:  আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র। কানসাসে রেস্তোরাঁয় ঢুকে আততায়ীদের এলোপাথাড়ি গুলি। তেলঙ্গানার যুবকের মৃত্যু। কেন হামলা? সে ব্যাপারে এখনও রয়েছে ধোঁয়াশা। এদিকে মৃত ছাত্রের পরিবারের তরফে সুষমা স্বরাজের কাছে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হয়তো ডাকাতির উদ্দেশ্যেই আততায়ীরা গুলি চালায় এবং তাতেই মৃত্যু হয় শরথ কপ্পু নামের ওই ভারতীয় পড়ুয়ার। মার্কিন সময় শুক্রবার সন্ধে নাগাদ জে,স ফিস অ্যান্ড চিকেন মার্কেটে ছিলেন শরথ। তখনই ওখানে হামলার ঘটনাটি ঘটে।

 

কানসাসের পুলিশের তরফে জানানো হয়েছে, আহত হওয়ার পরই শরথকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এরপরই অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে  হাসপাতালে পাঠানো হয়।  সেখানকার চিকিত্সকরা পরীক্ষা করে দেখে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কপ্পু তেলঙ্গানার ওয়ার‍্যাঙ্গাল জেলার বাসিন্দা। মিসাউরি বিশ্ববিদ্যালয়ে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছিলেন। কানসাস শহরের ওই রেস্তোরাঁয় পার্ট-টাইমে কাজ করতেন। ঘটনার তদন্তে নেমে কানসাস পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আততায়ীদের ব্যাপারে কেউ যদি কোনও তথ্য দিতে পারে, তাহলে তাকে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য দেওয়া হবে। এছাড়া এই হামলার ঘটনার সিসিটিভি ফুটেজেও নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে কানসাস পুলিশ। সেখানে আততায়ীদের দেখা যাচ্ছে। এদিকে মৃত ছাত্রের পরিবারের তরফে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের  কাছে এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। আমেরিকার ভারতীয় দূতাবাসের কাছে শরথের পরিবার তাঁর দেহ শেষকৃত্যের জন্যে হায়দরাবাদে পাঠানোর আবেদন জানিয়েছে।