ওয়াশিংটন: দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনায় বসা উচিত বলে পরামর্শ দিল আমেরিকা। ভারত কাশ্মীর সহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন বিদেশ দফতরের উপ মুখপাত্র মার্ক টোনার বলেছেন, কাশ্মীর নিয়ে আলোচনার গতি, সম্ভাবনা ও প্রকৃতি স্থির করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত ও পাকিস্তানের ওপরই নির্ভর করছে। তিনি আরও বলেছেন, ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি উভয় দেশ ও ওই অঞ্চলের পক্ষে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, আঞ্চলিক আর্থিক সম্পর্ক নিবিড় করার পদক্ষেপ কর্মসংস্থান, মুদ্রাস্ফীতির হার হ্রাস ও শক্তি সরবরাহ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক।
বাস্তবিক সহযোগিতা থেকে ভারত ও পাকিস্তান-দুটি দেশই উপকৃত হবে মন্তব্য করে টোনার বলেছেন, আমেরিকা বরাবরই ভারত ও পাকিস্তানকে প্রত্যক্ষ আলোচনার বিষয়ে উত্সাহিত করে এসেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কাশ্মীর: আলোচনার গতি-প্রকৃতি ঠিক করতে হবে ভারত ও পাকিস্তানকেই: আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2016 01:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -