ইসলামাবাদ: রাশিয়া থেকে ভারতের এস-৪০০ মিসাইল প্রতিরোধ সিস্টেম কেনার সিদ্ধান্তে ক্ষোভ পাকিস্তানের। পাক বিদেশমন্ত্রক বিবৃতিতে বলেছে, নানা জায়গা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিফেন্স সিস্টেম জোগাড় করার প্রয়াসের অঙ্গ হিসাবে ভারত রাশিয়া থেকে এস-৪০০ মিসাইল প্রতিরোধ সিস্টেম নিচ্ছে। এতে দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে, পাশাপাশি পুরো এলাকার কৌশলগত ভারসাম্যও নষ্ট হবে।
চলতি মাসের গোড়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক সম্মেলন করেন। সেখানেই ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের ডিল পাকা হয়। এস-৪০০ ট্রায়াম্ফ রাশিয়ার সবচেয়ে আধুনিক ও উন্নত দূরপাল্লার ভূমি থেকে বায়ুতে উত্ক্ষেপণের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম। এটি পরবর্তী প্রজন্মের ভ্রাম্যমাণ এয়ার ডিফেন্স সিস্টেম যা ৪০০ কিমি পর্যন্ত দূরত্বের মধ্যে আকাশপথে যে কোনও টার্গেটে আঘাত করতে পারে।
পাক বিদেশমন্ত্রকের দাবি, ১৯৯৮ সালের মে মাসে উভয় দেশই পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানোর পর তাদের তরফে উপমহাদেশে কৌশলগত সংযমী ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল, স্থিতাবস্থা নষ্ট করতে পারে বলে বিএমডি সিস্টেম সংগ্রহ না করার কথা বলা হয়েছিল।
পাক বিদেশমন্ত্রকের দাবি, ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় পাকিস্তান তার প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে বাধ্য হয়, যা যে কোনও বিএমডি সিস্টেমকে অকেজো করে দিতে পারে।
স্থিতাবস্থা নষ্ট করার যে কোনও ধরনের অস্ত্র সিস্টেমের বিপদ রুখতে পাকিস্তান নিজস্ব ক্ষমতায় পুরোপুরি আস্থাশীল বলে জানিয়েছে পাক বিদেশমন্ত্রক। বলেছে, ন্যূনতম কার্যকর প্রতিরোধ ব্যবস্থা ও গোটা এলাকায় ভবিষ্যতে কৌশলগত ভারসাম্য বজায় রাখার নীতির সঙ্গে সাযুজ্য রেখে জাতীয় প্রতিরক্ষার প্রতি ফের দায়বদ্ধতা জানাচ্ছি আমরা।